সংবাদ দাতা গোপাল পাল জানিয়েছেন– ছাত্র সম্মেলন
গতকাল এস ডাবগ্রাম লোকাল কমিটির উদ্যোগে একটিয়াশাল এলাকায় এসএফআই এর ১ম শাখা কমিটি গঠন করা হলো সভাপতি ও সম্পাদক নির্বাচিত হয়েছে তারিনি রায় ও অমিত রায় সহ মোট ১৪ জনকে নিয়ে এই কমিটি গঠন করা হয়। উপস্থিত ছিলেন এসএফআই ডাবগ্রাম লোকাল কমিটির সম্পাদক গোপাল পাল।
অপরদিকে দীপঙ্কর সমাদ্দার জানাচ্ছেন,ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশন বাগডোগরা গোসাইপুর লোকাল কমিটির দ্বিতীয় সম্মেলন সফল করার আহ্বান জানিয়ে আজ লোয়ার বাগডোগরার বাউনিভিটাতে ইউনিট কমিটির সম্মেলন অনুষ্ঠিত হলো।