জেলা

হুগলি বার্তাঃ-


চিন্তন নিউজ:১৪/০৭/২০২৪:- জয়দেব ঘোষঃ-নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির হুগলি জেলার খানাকুল রাজা রামমোহন চক্রের ৪২ তম সম্মেলন অনুষ্ঠিত হলো আজ। সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি মোহনদাস পন্ডিত, জেলা সম্পাদক কমল মল্লিক, জেলা সহ-সভাপতি সেখ হবিবুর রহমান, সহ-সম্পাদক জয়দেব ঘোষ, সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য অলক সামন্ত, সম্পাদক মন্ডলী অন্যতম সদস্য তথা জোনাল সম্পাদক স্বপন মন্ডল, সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য মনোজ সরকার, মেধা অন্বেষণের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম আহবায়ক তথা জেলা কমিটির নেতৃত্ব অরূপ দত্ত, মন্টু সরকার সহ জোনাল ও জেলা নেতৃত্ব। বিদায়ী সভাপতি হিসেবে সুজিত মুখার্জি সভা পরিচালনা করেন। চক্র সম্পাদক বিপ্লব মৈত্র প্রতিবেদন পেশ করেন। সম্মেলন মঞ্চ থেকে সভাপতি ও সম্পাদক হিসেবে পুনঃনির্বাচিত হন সুজিত মুখার্জি এবং বিপ্লব মৈত্র। সভায় শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত। সম্মেলন শুরুর আগে গত বছরের অর্থাৎ ২০২৩ সালের চক্রে অনুষ্ঠিত মেধা অন্বেষণ পরীক্ষায় সফল পরীক্ষার্থীদের এবং এবছর মাধ্যমিকে চতুর্দশ স্থান অধিকারীকে পুরস্কৃত করা হয়।

আজ ডানকুনিতে সি, আই, টি, ইউ আই ডি ,ওয়াই, এফ ,আই এস ,এফ, আই মহিলা সমিতির উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো উদ্বোধন করলেন বি, ওয়াই , এফ ,আই এর প্রাক্তন রাজ্য নেতা নেতা এবং বর্তমানে গণআন্দোলনের নেতা দেবব্রত ঘোষ। উপস্থিত জগন্নাথ ঘোষ কমরেড অভিজিৎ অধিকারী কমরেড মনোজ গায়েন , সমীর পাল , সনৎ রায় ,সৌম্যদীপ চ্যাটার্জী তনুশ্রী তা
মোট ৪০ জন রক্তদাতা রক্ত দিয়েছেন।

সিদ্ধার্থ গুহঃ-ডিওয়াই‌এফ‌আই, এস‌এফ‌আই, ও সিআইটিইউ এর উদ্যোগে ডানকুনি পুরাতন বাস স্ট্যান্ডে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই শিবিরে মোট ৫৫জন রক্তদাতা রক্তদান করেছেন।

দেবারতি বাসুলীঃ-আজ গীতাঞ্জলিবাগ ডেভেলপমেন্ট কমিটি ও শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালের যৌথ উদ্যোগে এক মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল।এই শিবিরে মোট ৪২জন রক্তদাতা রক্তদান করেন। এই শিবিরে উপস্থিত ছিলেন শেওড়াফুলির বিশিষ্ট চিকিৎসক ডাঃ দীপেন সিনহা মহাশয় ও এই পাড়ারই বাসিন্দা ও ১১নং ওয়ার্ডের কাউন্সিলর কাজুদা । কোনো উপহারের প্রলোভন ছাড়াই ৪২জন রক্তদাতা রক্তদান করে আবারও প্রমাণ করলেন এখনও এমন অনেক মানুষ আছেন যারা নিজেদের বিবেক ও মনুষ্যত্বের বিসর্জন দেন নি। তাদের কাছে উপহার মুখ্য বিষয় নয় মানুষের উপকারে আসাই তাদের কাছে আসল।

“পরিবার” একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনের পক্ষ থেকে চার টি স্কুলে ছাত্রছাত্রীদের জন্য water purifier সরবরাহ করা হয়। স্কুলগুলো হলো হরনাথ স্কুল, শ্যামাপ্রসাদ বয়েস, শ্যামাপ্রসাদ গার্লস এবং কেওটা কলোনী হাই স্কুল। এই উপলক্ষ্যে নয় থেকে বারোটি জুলাই চারটি টি স্কুলে জল সম্পর্কে সচেতনতা শিবির, কুইজ, অঙ্কন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।