রাজ্য

দাড়িভিট চায় সরকার বদল


পাপিয়া সিনহা, চিন্তন নিউজ, ১৯ এপ্রিল: গতকাল ১৮ই এপ্রিল রাজ্যের দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনে ভোট দিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের দাড়িভিটের মৃত ছাত্রের বাবা। তাঁদের দাবি, যে সরকার ছাত্র মারে তার পরিবর্তন খুব দরকার।
প্রায় ছ’মাস আগে ২০শে সেপ্টেম্বর ২০১৯ উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাড়িভিটে উর্দু ও সংস্কৃত বিষয়ের শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে  এই ঘটনা। ছাত্রছাত্রীদের দাবি ছিল তাদের বাংলা ভাষা পড়ানোর শিক্ষক চাই। এই দাবিতে আন্দোলন বিক্ষোভ চলাকালীন পুলিশের গুলিতে দুই ছাত্র নিহত হয়। রাজেশ সরকার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে মারা যায়, তাপস বর্মণ উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পরের দিন মারা যায়। এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত ছাত্রদের পরিবার সিবিআই তদন্ত চান।
সেই তাপস বর্মণের বাবা গতকাল ভোট দিলেন।তাঁর বক্তব্য যে সরকার পুলিশ দিয়ে ছাত্র খুন করে সেই সরকার উৎখাত করা দরকার। মৃত ছাত্র তাপস বর্মণের বাবা তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। তিনি বলেন এলাকার অনেক মানুষের দাবি আমাদের রাজ্যে সরকার ক্ষমতাচ্যুত হ’লে মৃত ছাত্রদের আত্মা শান্তি পাবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।