দেশ

তিহার জেলের সুপারের বিরুদ্ধে অভিযোগ


সঞ্জিত রায়, চিন্তন নিউজ, ২০ এপ্রিল: তিহার জেলের কয়েদি বৃহস্পতিবার এক চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। সাবির নামে এক কয়েদিকে ঐদিন কড়কড়ডুমা কোর্টে পেশ করা হয়। সেখানে সাবিরের অভিযোগ যে তার পিঠে ওঁ শব্দ লিখে দেওয়া হয়। চার নং জেলের সুপার রাজেশ চৌহানের বিরুদ্ধে এই অভিযোগ করা হয়। বিচারপতি এই ঘটনার তদন্তের নির্দেশ দেন। ডি আই জি কে ঘটনার তদন্ত করে দুই দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।তিহার জেলের আধিকারিকরা এ ঘটনার কথা অস্বীকার করেছেন। তাদের মতে যদি জোরপূর্বক যদি তার পিঠে ঐ শব্দ লেখা হতো তাহলে তার পিঠে যে ধরনের লেখা আছে সে ধরনের লেখা থাকত না। সাবিরকে চার নং জেল থেকে এক নং জেলে স্থানান্তরিত করা হয়েছে।এই ঘটনায় আইনজীবী মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।