সঞ্জিত রায়, চিন্তন নিউজ, ২০ এপ্রিল: তিহার জেলের কয়েদি বৃহস্পতিবার এক চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। সাবির নামে এক কয়েদিকে ঐদিন কড়কড়ডুমা কোর্টে পেশ করা হয়। সেখানে সাবিরের অভিযোগ যে তার পিঠে ওঁ শব্দ লিখে দেওয়া হয়। চার নং জেলের সুপার রাজেশ চৌহানের বিরুদ্ধে এই অভিযোগ করা হয়। বিচারপতি এই ঘটনার তদন্তের নির্দেশ দেন। ডি আই জি কে ঘটনার তদন্ত করে দুই দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।তিহার জেলের আধিকারিকরা এ ঘটনার কথা অস্বীকার করেছেন। তাদের মতে যদি জোরপূর্বক যদি তার পিঠে ঐ শব্দ লেখা হতো তাহলে তার পিঠে যে ধরনের লেখা আছে সে ধরনের লেখা থাকত না। সাবিরকে চার নং জেল থেকে এক নং জেলে স্থানান্তরিত করা হয়েছে।এই ঘটনায় আইনজীবী মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Related Articles
কেন্দ্রের ঘোষিত নয়া শিক্ষানীতির তীব্র প্রতিবাদ সিপিআই (এম) পলিটব্যুরোর
তুলসী কুমার সিনহা: চিন্তন নিউজ ৩০শে জুলাই:-কেন্দ্রীয় মন্ত্রীসভা ২৯/০৭/২০২০ তারিখে ৩৪ বছরের পর নতুন শিক্ষানীতি অনুমোদন করে।এই শিক্ষা নীতিতে ভারতীয় শিক্ষার কেন্দ্রীকরণ, সাম্প্রদায়িককরন ও বানিজ্যিকিকরন এবং মানব সম্পদ উন্নয়ন দপ্তরের নাম পরিবর্তন করার বিরুদ্ধে সিপিআইএম পলিটব্যুরো দৃঢ়ভাবে নিন্দা করে একটি বিবৃতি দিয়েছে। পলিটব্যুরো আরও বলেছে, শিক্ষা সংবিধানের যৌথ তালিকায় থাকা সত্ত্বেও বিভিন্ন রাজ্য সরকারের নথিভুক্ত […]
বাংলাদেশে জেরার মুখে গায়ক নোবেল
নিউজডেস্ক, চিন্তন নিউজ, ২৬ মে: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে বিতর্কে বাংলাদেশি গায়ক নোবেল। গত শনিবার সোশ্যাল মিডিয়ায় নরেন্দ্র মোদিকে ‘চাওয়ালা’ বলে উল্লেখ করে তার সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন ওই গায়ক। এর পরেই সমালোচনার ঝড় ওঠে নেট দুনিয়ায়। এমনকি বাংলাদেশি লোকজনেরও সমালোচনার মুখে পড়েন তিনি। বিষয়টি চাউর হতেই নোবেলকে জিজ্ঞাসাবাদ করার জন্য […]
আজকের নিরো ডোনাল্ড ট্রাম্প
রুদ্র চক্রবর্তী:চিন্তন নিউজ:২৬শে মে:- মার্কিণ যুক্তরাষ্ট্রের করোনায় মৃতের সংখ্যা এক লক্ষের কাছে, অথচ সেই দেশের রাষ্ট্রপতি ব্যস্ত গলফ্ খেলায়। করোনার কারণে এবং রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের অদূরদর্শীতার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের আর্থিক পরিকাঠামো সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। দেশে হু হু করে বাড়ছে বেকারত্বের সমস্যা। সেই পরিস্থিতিতে রাষ্ট্রপতির গলফ্ খেলা নিয়ে সেই দেশের মানুষের মধ্যে নিন্দার ঝড় উঠেছে। এর […]