২৪শে মে ২০১৯ :সূপর্ণা রায় :-সুন্দরবন ভুগছে তীব্র পানীয় জল সংকটে। আর এর সুযোগ নিচ্ছে লেভেল লাগানো পানীয় জল কোম্পানীগুলো।এই হতদরিদ্র মানুষ জন বুঝতেই পারছে না তারা চাল কিনবে না জল কিনতে হবে।।এই প্রচণ্ড গরমে গ্রামের খানাখন্দ গুলো গেছে শুকিয়ে তার ফলে নিত্য প্রয়োজনীয় কাজের জন্য যে জলের দরকার তার দারুন অভাব।।আবার অন্যদিকে গ্রাম গুলিতে নেই টিউবওয়েল। যা দুচারটে আছে তাও খারাপ।যদিও বা জল উঠে কল গুলো থেকে সেই জল মানুষ এর ব্যবহারের অনুপযুক্ত।। হিংগলগঞ্জে যে জল কস্ট দেখা গেছে তা অস্বীকার করার কোনো উপায় নেই।।গত বাম সরকারের আমলে পাইপ লাইন দিয়ে জল দেওয়া শুরু হয়েছিল…… কিন্তু তা সব জায়গাতে করা সম্ভব হয়নি।।বাসিন্দারা জানিয়েছেন ভোট এলেই শোনা যায় খুব তাড়াতাড়ি প্রতি বাড়িতে জল পৌঁছাবে কিন্তু বাস্তবে তা আর হয় না।। বাসিন্দা রা জানান গত ৭/৮ বছর এ বিভিন্ন প্রকল্প সুচনা হয়েছে কিন্তু তা বাস্তবায়িত হয় নি।।গ্রাম গুলি তে যে সংখ্যক মানুষ বাস করে তার প্রয়োজনীয় টিউবওয়েল নেই।।তার উপর জলস্তর নেবে যাওয়ার ফলে এক কলসী জল তুলতে মেয়েদের কালঘাম ছুটে যায়।। তার উপর আছে কলখারাপ হয়ে যাওয়া।। তখন হয় আরও ভোগান্তি।।দূরদূরান্তের গ্রামে যেতে হয় জল আনতে।।আগের বাম সরকারের আমলে মন্ত্রী GOUTAM DEB বিভিন্ন জায়গা তে জলের ভ্যাট করেছিলেন।। কিন্তু সেগুলো দেখাশুনার অভাবে অচল হয়ে গেছে।। যে কটি ঠিকঠাক আছে তাতে জল নেওয়ার জন্য লম্বা লাইন পড়ে যায়। এঁকেবেঁকে চলে যায় সাপের মত।।কিন্তু তাতেও যে সবাই জল পাবে তার কোনো নিশ্চয়তা নেই।। ফলেএই অঞ্চলের মানুষ জন জল সংকট এ নাজেহাল হয়ে রয়েছে।।
Related Articles
সময়ের আগেই পরিযায়ী পাখির ভিড় কুলিক’-এ
মীরা দাস:চিন্তন নিউজ:১১ই জুন:- সময়েরআগেই কুলিকে হাজির শামুকখোল পরিযায়ী পাখি …বিশেষজ্ঞরা মনে করছেন পরিবেশ বদলের জন্যই তাদের আগমন …. জুনের শেষ অথবা জুলাই এর শুরুতে শামুকখোল পাখি চলে আসে। উত্তর দিনাজপুরের কুলিক পাখিরালয়ে প্রায় ১ মাস আগে থেকে আসতে শুরু করেছে শামুকখোল পাখি। লকডাউনের ফলে পরিবেশের যে বদল হয়েছে তারই ফল স্বরুপ এই পাখির আগমন, […]
আমফান বিধ্বস্ত এলাকায় শাসক ও বিরোধীর ভূমিকা
কাকলি চ্যাটার্জি: চিন্তন নিউজ:২৩শে মে:- কাল ছিল সংখ্যাটা ৭২, আজ সেটা বদলে গিয়ে হল ৮৬। যতবেশী যোগাযোগ সম্ভব হবে বিচ্ছিন্ন এলাকার সঙ্গে হয়তো বদলে যাবে এই ৮৬ সংখ্যাটাও। কোভিড১৯ এর সঙ্গে লড়াই চলাকালীনই আর এক ধ্বংসলীলার মুখোমুখি রাজ্য বিশেষ করে দক্ষিণবঙ্গের ৫ টি জেলার অধিবাসী। রাজ্যে একটা নির্বাচিত সরকার আছে, বেনজির বিপর্যয়ে সর্বশক্তি দিয়ে প্রশাসন […]
পূর্ব বর্ধমান জেলার খবর
চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ৬/১২/২৪:- ৬ ডিসেম্বর দেশের ধর্মনিরপেক্ষতা ধ্বংসে পদক্ষেপের দিন, ভারতের ছাত্র ফেডারেশন এর পক্ষ থেকে দেশ জুড়ে ক্যাম্পাসে ক্যাম্পাসে চলছে “একতা এক্সপ্রেস”। এদিন বর্ধমান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গেটে ভারতের ছাত্র ফেডারেশন বর্ধমান বিশ্ববিদ্যালয় ও বর্ধমান শহর লোকাল কমিটির পক্ষ থেকে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবিতে, মৌলবাদের বিরুদ্ধে ছাত্র সমাজকে এক হওয়ার ডাক দিয়ে […]