রাজ্য

তীব্র পানীয় জলের সংকটে সুন্দরবন এলাকার মানুষ ।


২৪শে মে ২০১৯ :সূপর্ণা রায় :-সুন্দরবন ভুগছে তীব্র পানীয় জল সংকটে। আর এর সুযোগ নিচ্ছে লেভেল লাগানো পানীয় জল কোম্পানীগুলো।এই হতদরিদ্র মানুষ জন বুঝতেই পারছে না তারা চাল কিনবে না জল কিনতে হবে।।এই প্রচণ্ড গরমে গ্রামের খানাখন্দ গুলো গেছে শুকিয়ে তার ফলে নিত্য প্রয়োজনীয় কাজের জন্য যে জলের দরকার তার দারুন অভাব।।আবার অন্যদিকে গ্রাম গুলিতে নেই টিউবওয়েল। যা দুচারটে আছে তাও খারাপ।যদিও বা জল উঠে কল গুলো থেকে সেই জল মানুষ এর ব্যবহারের অনুপযুক্ত।। হিংগলগঞ্জে যে জল কস্ট দেখা গেছে তা অস্বীকার করার কোনো উপায় নেই।।গত বাম সরকারের আমলে পাইপ লাইন দিয়ে জল দেওয়া শুরু হয়েছিল…… কিন্তু তা সব জায়গাতে করা সম্ভব হয়নি।।বাসিন্দারা জানিয়েছেন ভোট এলেই শোনা যায় খুব তাড়াতাড়ি প্রতি বাড়িতে জল পৌঁছাবে কিন্তু বাস্তবে তা আর হয় না।। বাসিন্দা রা জানান গত ৭/৮ বছর এ বিভিন্ন প্রকল্প সুচনা হয়েছে কিন্তু তা বাস্তবায়িত হয় নি।।গ্রাম গুলি তে যে সংখ্যক মানুষ বাস করে তার প্রয়োজনীয় টিউবওয়েল নেই।।তার উপর জলস্তর নেবে যাওয়ার ফলে এক কলসী জল তুলতে মেয়েদের কালঘাম ছুটে যায়।। তার উপর আছে কলখারাপ হয়ে যাওয়া।। তখন হয় আর‌ও ভোগান্তি।।দূরদূরান্তের গ্রামে যেতে হয় জল আনতে।।আগের বাম সরকারের আমলে মন্ত্রী GOUTAM DEB বিভিন্ন জায়গা তে জলের ভ্যাট করেছিলেন।। কিন্তু সেগুলো দেখাশুনার অভাবে অচল হয়ে গেছে।। যে কটি ঠিকঠাক আছে তাতে জল নেওয়ার জন্য লম্বা লাইন পড়ে যায়। এঁকেবেঁকে চলে যায় সাপের মত।।কিন্তু তাতেও যে সবাই জল পাবে তার কোনো নিশ্চয়তা নেই।। ফলেএই অঞ্চলের মানুষ জন জল সংকট এ নাজেহাল হয়ে রয়েছে।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।