রুদ্র চক্রবর্তী: চিন্তন নিউজ:২৪শে এপ্রিল:- সি পি আই (এম) ডানলপ-বাঁশবেড়িয়া-চন্দ্রহাটী এরিয়া কমিটির ১০ নং শাখার উদ্যোগে ত্রিবেণী স্টেশন সংলগ্ন এলাকার ৩০০জনের হাতে দুপুরে রান্না করা খাবার তুলে দেওয়া হলো।
এই খাবার তুলে দেওয়ার সময় সামাজিক দূরত্ব সঠিকভাবে বজায় রাখার দিকে বিশেষে ভাবে গুরুত্ব দেওয়া হয়। সংশ্লিষ্ট শাখার কমরেডরা জানান আগামী দিনেও তারা এইভাবে মানুষের পাশে থাকবেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআই(এম) হুগলী জেলা কমিটির সদস্য সৈকত সোঁ, এরিয়া কমিটির সদস্য তরুণ চ্যাটার্জী ,শাখা সম্পাদক সৈকত ব্যানার্জি, সুধীর মুখার্জী,প্রদীপ মুখার্জী সহ আরো অনেকে।