রুদ্র চক্রবর্তী:চিন্তন নিউজ:১৭ই এপ্রিল:- সি পি আই(এম) ডানলপ- বাঁশবেড়িয়া- চন্দ্রহাটী এরিয়া কমিটির অন্তর্গত ৫নং শাখার উদ্যোগে আজ বেশ কিছু মানুষকে খাদ্য সামগ্রী দেওয়া হয়। ওই শাখার এক পার্টি সদস্য যুব নেতা সুরজিৎ গুহ বলেন ৫ নং শাখা ২ টো ওয়ার্ড নিয়ে গঠিত।
এর আগে ৫নং ওয়ার্ডে ডিওয়াইএফআই এর উদ্যোগে পার্টির সহযোগিতায় ১১০ জনকে খাদ্য সামগ্রী দেওয়া হয়। আজ ৬নং ওয়ার্ডে পার্টির উদ্যোগে ৮০জনকে খাদ্য সামগ্রী এবং মাস্ক বিতরণ করা হয়। আগামী দিনেও তারা এইভাবে মানুষের পাশে থাকবেন বলেন।