সুদীপ্তা ঘোষ:চিন্তন নিউজ:১৬ই এপ্রিল:- করোনা উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় সঠিক তথ্য আসা অত্যন্ত জরুরি। তথ্য গোপন নয়, বিকৃতিও নয়।পঃবঙ্গে পরিমিত কিট থাকা সত্বেও করোনা পরীক্ষা হচ্ছে না। লকডাউন সময়কালে সংক্রমণ বহনকারী চিহ্নিতকরন করা না গেলে কমিউনিটি স্প্রেড(গোষ্ঠী সংক্রমন)অবশ্যম্ভাবী। একে রক্ষা করার অন্য কোনো ব্যবস্থা এখনো নেই। অবিরত নাইসেড দাবি কোরছে যে পরিমান মানুষ আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইন এ পাঠানো হচ্ছে সে পরিমান টেস্ট হচ্ছে না।…
একই সাথে, এই অস্বাভাবিক পরিস্থিতিতে সাধারন গরীব মানুষের জীবন জীবিকা রক্ষার্থে ন্যুনতম চাহিদাগুলি মেটানোর দাবিগুলিও তুলে ধরা হয়।আজ ভারতের কমিউনিষ্ট পার্টি(মার্কসবাদী)র, নবব্যারাকপুর-বিলকান্দা ২ এরিয়া কমিটির পক্ষ থেকে দাবি সম্বলিত পোস্টার প্রতিবাদ হোলো নববারাকপুর বাজার সংলগ্ন অঞ্চলে।