চৈতালী নন্দী:চিন্তন নিউজ:১৫ই এপ্রিল:- চলে গেলেন বাংলাদেশে করোনা যুদ্ধের প্রথম ডাক্তার মো. মঈন উদ্দিন। তিনি ছিলেন প্রকৃত অর্থেই ‘গরীবের চিকিৎসক’। ৯ দিন করোনার সঙ্গে যুদ্ধ করে অবশেষে হার মানতে বাধ্য হলেন ডঃ মঈন।১৫ই এপ্রিল ভোর ৪টের সময় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এএসজি ও সমানী মেডিকেল কলেজের ও পূর্বে ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন তিনি।
মানবদরদী এই চিকিৎসক মঈন উদ্দিন ছিলেন সিলেটে করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ টিমের সদস্য ও করোনা যুদ্ধের প্রথম সারির যোদ্ধা। আজ গরীবের এই ডাক্তারের জন্যে প্রবলভাবে শোকাহত বাংলাদেশ।