শিবাজী মিত্র:চিন্তন নিউজ:১৩ই এপ্রিল:- পি,আর,সি হুগলী (P.R.C) র ধারাবাহিক ভুমিকা মানুষ জানেন। অতীতে যে কোনো প্রাকৃতিক বির্পযয়ে মানুষের পাশে থেকে কাজ করেছে।
এখন ভাইরাস আক্রমনে যা অবস্থা সবাই গৃহবন্দী আছেন। কিন্তু এর মধ্যেও অনেক মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন।এই ভয়ংকর পরিস্থিতিতে সাধারণ মানুষের চিকিৎসার কোনো সুযোগ পাচ্ছে না,করোনা ভাইরাসের আক্রমণের জন্য।
এই সংকটের সময় ডাঃ ইন্দ্রনীল চৌধুরী, আই,এম,এ (IMA), হুগলী-চুচুড়া থেকে পি,আর,সি (P.R.C) হগলীকে সমস্ত রকম সহযোগীতার জন্য এগিয়ে এসেছেন। ডাঃচৌধুরী , শিশু বিশেষজ্ঞ গতকাল থেকে নিজে P,R,C তে বসছেন। আরো অনেক ডাক্তারদের বসার জন্য উদ্যোগ গ্রহন করেছেন।