জেলা

কোচবিহার জেলা সংবাদ


সুজয় সেন, চিন্তন নিউজ, ১৩ জুন: কোচবিহার জেলার প্রতন্ত‍্য মহকুমা মেখলিগঞ্জ। জেলা শহর থেকে দুরত্ব প্রায় একশো কিলোমিটার। মহকুমায় করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ছুটতে হয় জেলা সদরের কোচবিহার ম‍্যেডিকেল কলেজের কোভিড হসপিটালে। এমন পরিস্থিতিতেও মানুষের পাশে রেড ভলিন্টিয়ার মেখলিগঞ্জ শাখার সদস্যরা।এলাকা স‍্যানিটাইজ করা থেকে হোম আইসোলেশনে থাকা মানুষের প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেওয়া সবেতেই ভরসা রেড ভলেন্টিয়াররা।

রেড ভলেন্টিয়ার মেখলিগঞ্জ শাখার পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মেখলিগঞ্জ সিং পাড়া নিবাসী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী শ্রী সুনীল গোপ মহাশয়। ওনার স্বর্গীয়া স্ত্রী শ্রীমতি মঞ্জরী গোপ মহাশয়ার স্মৃতিতে আজ রেড ভলেন্টিয়ার মেখলিগঞ্জ শাখার হাতে একটি অক্সিজেন সিলিন্ডার তুলে দেন। এতদিন সরকারি হাসপাতালের বাইরে অক্সিজেন পরিসেবা পেতে হলে ৫০কিমি দুরবর্তী মাথাভাঙার ওপর ভরসা করতে হোতো।

এছাড়া রাজ‍্য সরকারি কর্মচারী সমিতির পক্ষথেকে রেড ভলেন্টিয়ার মেখলিগঞ্জ শাখার হাতে ৫১০০টাকা তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন রাজ‍্য কো অর্ডিনেশন কমিটির ব্লক নেতৃত্ব সুরেন সাহা মহাশয়,পবিত্র চন্দ মহাশয় প্রমূখ। রেড ভলেন্টিয়ার মেখলিগঞ্জ শাখার পক্ষে কমরেড আতাবুল ইসলাম বলেন, “অক্সিজেন সিলিন্ডার হাতে আসায় অতিমারি পরিস্থিতিতে মানুষকে সফলভাবে পরিসেবা দিতে সক্ষম হবো। হারি বা জিতি আমরা মানুষের পাশে ছিলাম আছি থাকবো।”


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।