রাজ্য

মৃতদেহের অবমাননা, লঙ্ঘিত সাংবিধানিক অধিকার


চৈতালি নন্দী: চিন্তন নিউজ:১৩ই জুন:- মাত্র একদিন আগের ঘটনা। গড়িয়ার শ্মশানে ১৩/১৪ টি মৃতদেহ নিয়ে আসা হয়েছিল কলকাতা পুরসভার তত্বাবধানে সৎকারের উদ্দেশ্যে। কিন্তু মৃতদেহগুলি করোনা রোগীদের,এই সন্দেহে স্থানীয় মানুষদের বাধায় পুর কর্তৃপক্ষ তা সৎকার করতে পারেনি। যদিও পুর কর্তৃপক্ষ দাবি করে সেগুলি বেওয়ারিশ মৃতদেহ, যা দাবীহীন বলে নির্দিষ্ট সময় অপেক্ষার পর সৎকার করার জন‍্যে নিয়ে আসা হয়েছে। কিন্তু এগুলো যে বেওয়ারিশ মৃতদেহ তার কোনো লিখিত প্রমাণপত্র পুর কর্তৃপক্ষের কাছে ছিল না।

মৃতদেহেরও একটা ন‍্যুনতম সম্মান থাকে, সুষ্ঠুভাবে সৎকার পাবার অধিকার থাকে, যা সংবিধানের ২১ নং ধারায় স্বীকৃত। এখানে গড়িয়া শ্মশানে ঐ দিন যেভাবে মৃতদেহগুলো আঁকশি গেঁথে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া ও গাড়িতে তোলা হচ্ছিল তা মধ‍্যযুগীয় বর্বরতাকে মনে পড়িয়ে দেয়। গতকালও উত্তরপ্রদেশে একটি মৃতদেহকে পশুদেহের মতো করে স্তুপীকৃত জঞ্জালের গাড়িতে চ‍্যাংদোলা করে ছুঁড়ে ফেলতে দেখা গেছে ,যা একইরকম অবমাননাকর ও অমানবিক। একবার মনে করুন তো ঐ দেহগুলির মধ‍্যে রয়েছে আমার আপনার কোনো প্রিয়জনের দেহ…কি প্রতিক্রিয়া হবে আপনার ! মৃত্যুর পরেও মানবশরীরের প্রতি শ্রদ্ধাশীল থাকার যে পরম্পরা আমরা প্রাচীন কাল থেকে বহন করে আসছি, তা থেকে আমরা বিচ‍্যুত হয়েছি, হারিয়েছি আমাদের মূল‍্যবোধ, নৈতিকতা, এমনকি সৌজন‍্যবোধও। আমরা কি আমাদের মনুষ‍্যত্ব হারিয়েছি! আপনার কি মনে হচ্ছে না, আমরা পিছন দিকে হাঁটছি, ফিরে যাচ্ছি বর্বর সংস্কৃতিতে…একটু ভেবে দেখুন তো!


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।