রাজ্য

আরামবাগ সি,আই টি ইউ র উদ্যোগে অনশন কর্মসূচি ।


স্বাতী শীল : চিন্তন নিউজ:২৭শে মে:- করোনা পরিস্থিতি ব্যবহার করে দেশের সরকার শ্রম আইন গুলো পরিবর্তন করে দেশের শ্রমিক শ্রেনীর অধিকার কেড়ে নিতে চাইছে ।করপোরেট পূজির আরো বেশি মুনাফার ব্যবস্থা করছে। শ্রমিকের কাজের নিশ্চয়তা, মজুরির অধিকার, হরন করার চেষ্টা হচ্ছে । আট ঘন্টার পরিবর্তে বারো ঘন্টা কাজ করাতে চাইছে। ইতিমধ্যেই কয়েকটি রাজ্য যেমন রাজস্থান, গুজরাট , মধ্যে প্রদেশ, উত্তর প্রদেশ সহ ক ইয়েক টি রাজ্য আট ঘন্টার পরিবর্তে বারো ঘন্টা কাজের অর্ডিনান্স জারি করেছে । এর বিরুদ্ধে সি আই টি ইউ আজকে রাজ্য জুড়ে সকাল ন’টা থেকে বিকাল চারটে পর্যন্ত অনশন পালন করছে ।

আরামবাগ সি,আই টি ইউ র উদ্যোগে আরামবাগের বাসস্টান্ডে অনশন কর্মসূচি হচ্ছে । এছাড়া আমফামে ক্ষতিগ্রস্ত মানুষ দের ক্ষতি পৃরনের ব্যবস্থা করতে হবে। পরিযায়ী শ্রমিক সহ অসংগঠিত শ্রমিকদের একাউন্টে নগদ টাকা দিতে হবে। এছাড়া কয়লা, প্রতিরক্ষাসহ রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরন চলবে না । বিদ্যুত মাসুল কমাতে হবে। এই সমস্ত দাবি সম্বলিত পোস্টার হাতে নিয়ে অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছে সিটু সদস্যরা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।