কিংশুক ভট্টাচার্য:চিন্তন নিউজ:২০শে এপ্রিল:-আজ সকালে বাঁকুড়া শহরের মুল বাসস্ট্যান্ড এলাকায় সিআইটিইউ অনুমোদিত বাস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বাসশ্রমিক ও অন্যান্য ক্ষেত্রের শ্রমিকদের প্রায় ২২০জনকে খাদ্যসামগ্রী দিয়ে তাঁদের অভাবে পাশে থাকার বার্তা দেওয়া হয়। প্রত্যেক শ্রমিকের হাতে ৪কেজি চাল,৪০০গ্রাম ডাল, ২কেজি আলু, ১কেজি কুমড়োর একটি করে প্যাকেট তুলে দেওয়া হয়। একই সাথে গতকাল সমস্ত নিয়মবিধির আওতায় থেকে সবার জন্য খাদ্য, করোনা সংক্রামন সম্পর্কে তথ্য গোপন এর প্রতিবাদ ও আরও টেষ্টের জনস্বার্থবাহী দাবী জাননর অপরাধে রাজ্য প্রশাসনের প্রতিহিংসা পরায়নতা ও বাম নেতৃত্বকে গ্রেপ্তারের ঘটনাকে ধীক্কার জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এই পুরো কর্মসূচী কঠোরভাবে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশিকা মেনেই সম্পন্ন করা হয়। এই পুরো কর্মসূচী তে সিআইটিইউ সর্বভারতীয় নেতৃত্ব কমরেড কিঙ্কর পোষাক ও জেলা বাস শ্রমিক ইউনিয়নের জেলা সম্পাদক কমরেড উজ্জল সরকার সহ বিভিন্ন নেতৃত্ব উপস্থিত ছিলেন।
Related Articles
হুগলি জেলার সংবাদ–
২৮ শে জুলাই- চিন্তন নিউজ:—- জয়দেব ঘোষ:-ভারতের ছাত্র ফেডারেশন কোন্নগর পৌর ২নং শাখার ৫’ম সম্মেলন আজ অনুষ্ঠিত হলো কমরেড শ্যামল চক্রবর্তী নগর (কোন্নগর) ও কমরেড অর্ণব বসু মঞ্চে (মাস্টারপাড়া)। মোট ৩৬জন প্রতিনিধি উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন। সম্মেলন থেকে ইউনিট এলাকার পুনর্বিন্যাস করা হয়। কোন্নগর পৌর ২নং শাখার নবনির্বাচিত সম্পাদক হয় কমরেড ঋষত্তম বিশ্বাস ও সভাপতি […]
সাপে কামড়ানো রোগীকে হাসপাতালে নয়, বাড়িতে ফেলে দিয়ে গেলেন ১০০দিনের কাজের সুপারভাইজার
দীপ্তেশ : চিন্তন নিউজ:২৫শেবলরামবাটি গ্রাম পঞ্চায়েতে চলছে ১০০দিনের কাজ, আজ ১০০ দিনের কাজ চলাকালীন একজন মজুরকে সাপে কামড়ায়। ওখানে সুপারভাইজাররা উপস্থিত ছিলেন। কিন্তু তারা কোন দায়িত্ব নিলেন না।সাপে কামড়ানো রোগীকে হসপিটালে না নিয়ে গিয়ে বাড়িতে দিয়ে আসেন। এই ঘটনার খবর পেয়েই এলাকার সিপিআই(এম) পার্টি নেতৃত্ব অভিজিৎ সাঁতরা ও মিহির পাল ছুটে আসেন ঐ রোগীর বাড়িতে। […]
চিন্তন নিউজ, পূর্ব বর্ধমান
নিজস্ব প্রতিনিধি- গত ৭ তারিখে এবিপিটিএ এর পক্ষ থেকে বর্ধমান শহরের বাদাম তলায় জয়নগরের ১০ বছরের শিশুকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে পথসভা করা হয়। ৯ ই অক্টোবর –বর্ধমান সদর ১ লোকাল কমিটির নারায়ণদিঘি মোড়ে শারদ মার্কসীয় সাহিত্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হলো। বিপ্লবী চে গুয়েভারা ও ডি ওয়াই এফ আই এর প্রতিষ্ঠাতা সম্পাদক বুদ্ধদেব ভট্টাচার্যের […]