জেলা রাজ্য

সিআইটিইউ অনুমোদিত বাসশ্রমিক ইউনিয়নের উদ্যোগে অভাবী শ্রমিকদের পাশে দাঁড়ানোর প্রয়াস


কিংশুক ভট্টাচার্য:চিন্তন নিউজ:২০শে এপ্রিল:-আজ সকালে বাঁকুড়া শহরের মুল বাসস্ট‍্যান্ড এলাকায় সিআইটিইউ অনুমোদিত বাস শ্রমিক ইউনিয়নের উদ‍্যোগে বাসশ্রমিক ও অন‍্যান‍্য ক্ষেত্রের শ্রমিকদের প্রায় ২২০জনকে খাদ‍্যসামগ্রী দিয়ে তাঁদের অভাবে পাশে থাকার বার্তা দেওয়া হয়। প্রত‍্যেক শ্রমিকের হাতে ৪কেজি চাল,৪০০গ্রাম ডাল, ২কেজি আলু, ১কেজি কুমড়োর একটি ক‍রে প‍্যাকেট তুলে দেওয়া হয়। একই সাথে গতকাল সমস্ত নিয়মবিধির আওতায় থেকে সবার জন‍্য খাদ‍্য, করোনা সংক্রামন সম্পর্কে তথ‍্য গোপন এর প্রতিবাদ ও আরও টেষ্টের জনস্বার্থবাহী দাবী জাননর অপরাধে রাজ‍্য প্রশাসনের প্রতিহিংসা পরায়নতা ও বাম নেতৃত্বকে গ্রেপ্তারের ঘটনাকে ধীক্কার জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এই পুরো কর্মসূচী কঠোরভাবে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশিকা মেনেই সম্পন্ন করা হয়। এই পুরো কর্মসূচী তে সিআইটিইউ সর্বভারতীয় নেতৃত্ব কমরেড কিঙ্কর পোষাক ও জেলা বাস শ্রমিক ইউনিয়নের জেলা সম্পাদক কমরেড উজ্জল সরকার সহ বিভিন্ন নেতৃত্ব উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।