জেলা

হাওড়ার খবরাখবর


সরোজ দাস : চিন্তন নিউজ:নভেম্বর বিপ্লব উপলক্ষে বেলুড় পশ্চিম ৪ নম্বর শাখার উদ্যোগে রক্ত পতাকা উত্তোলন ও মাল্যদান কর্মসূচি, স্থান- ঠাকুরন পুকুর এলাকা পাল বাড়ি সামনে।

মিলন ব্যানার্জির খবর- সুমহান নভেম্বর বিপ্লব দীর্ঘজীবি হোক। সিপিআই(এম) পাঁতিহাল উত্তর ও পশ্চিম গ্ৰামসভায় ১০৪ তম নভেম্বর বিপ্লববার্ষিকী উদযাপিত হল যথাযথ মর্যাদায়।

তপলগ্নার চক্রবর্তীর খবর- হাওড়া শিবপুর বেলতলায় সিপিআইএম এর উদ্যোগে নভেম্বর বিপ্লব এর কর্মসূচি পালিত হচ্ছে এবং ক্ষেত্র ব্যানার্জী লেনে,সুর-ও-ঝঙ্কার মোড়ের কাছে ১০৪তম মহান নভেম্বর বিপ্লব বার্ষিকী উদযাপন করা হয়েছে ।

দীপ ভট্টাচার্যের খবর:- মহান নভেম্বর বিপ্লব ও ২৬শে নভেম্বর ধর্মঘটের সমর্থনে “সি.পি.আই(এম) কোলেবাজার শাখার” পক্ষ থেকে পোস্টারিং কর্মসূচি ।

লাল্টু ঘোষ জানাচ্ছেন, কেন্দ্রীয় সরকারি পেনশনার্স এসোসিয়েশন সাঁতরাগাছি ইউনিট একটি পথ সভার আয়োজন করে ।

কুন্তল মুখার্জি জানিয়েছেন, বালি বেলুড় এরিয়া কমিটির অর্ন্তগত পাঠক পাড়া (পূর্ব) শাখার আজ সকালে মহান নভেম্বর বিপ্লব দিবসে পতাকা উত্তোলন এবং শহীদ বেদীতে মাল্যদান।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।