রাজ্য

থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের পাশে থাকতে রক্তদান শিবির হিন্দুস্তান স্টীল এমপ্লয়ীজ ইউনিয়ন এ এস পি শাখার


চিন্তন ওয়েব ডেস্ক,দুর্গাপূর,৮ ই নভেম্বর:- নভেম্বর বিপ্লবের ১০৪ তম বার্ষিকী পালন চলছে গোটা বিশ্ব জুড়েই,দুর্গাপূর ইস্পাত অঞ্চলেও নভেম্বর বিপ্লব বার্ষিকী পালন হোলো রক্তদান শিবির আয়োজনের মাধ্যমে। থ্যালাসেমিয়া শিশুদের সাহায্যার্থে আজ এক রক্তদান শিবিরের আয়োজন করে হিন্দুস্তান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন এ এস পি শাখা। কোভিড পরিস্থিতিতে রক্তের যোগানের সংকট সর্বত্র। যারা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত তারা বেশ সংকটে পড়েছে। এবার তাদের পাশে এসে দাঁড়াল হিন্দুস্তান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের সদস্যরা। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখেই সামাজিক দূরত্ব মেনে অনুষ্ঠিত হল রক্তদান শিবির ইউনিয়ন অফিসের প্রাঙ্গণে। হাত বাড়ালেন দুর্গাপুর মহকুমা সাব ডিভিশনাল ব্লাড ডোনার্স ফোরাম।

রক্তদান শিবির এর শুরুতেই বক্তব্য রাখেন দুর্গাপূর পূর্বের বাম বিধায়ক সন্তোষ দেবরায়।এছাড়াও একাধিক ইউনিয়নের নেতৃত্ব। প্রত্যেকেই বর্তমান পরিস্থিতিতে রক্তদানের প্রয়োজনীয়তা এবং প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করলেন। শিবিরে উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য সম্পাদকমণ্ডলীর সম্পাদক মন্ডলীর সদস্য বিশ্বরূপ ব্যানার্জি ছিলেন স্টীল ওয়ার্কার্স ফেডারেশন এর সাধারণ সম্পাদক ললিত মিশ্র। এছাড়াও বক্তব্য রাখেন সাব ডিভিশনাল ব্লাড ডোনার্স ফোরামের সাধারণ সম্পাদক কবি ঘোষ। মোট ২৯ জন রক্তদাতা আজকে রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন। প্রতিবছর রক্তদান শিবির আয়োজন হলেও এবারের গুরুত্বটা একটু আলাদা মানুষের পাশে থাকার অঙ্গীকার হিসেবেই এই রক্তদান শিবিরকে দেখা হচ্ছে । রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বহু মানুষ। ইউনিয়নের এই রক্তদান শিবিরের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার মানুষজন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।