কলমের খোঁচা

চিন্তামনি করের জন্মদিনে চিন্তনের বিশেষ শ্রদ্ধাজ্ঞাপন।


কৃষ্ণা সাবুই: চিন্তন নিউজ:১৯/০৪/২০২৩:– চিন্তামনি কর ছিলেন বিশিষ্ট ভারতীয় ভাস্কর্য ও চিত্রশিল্পী। জন্মগ্রহন করেন ১৯১৫সালের ১৯শে এপ্রিল মেদিনীপুরের খড়গপুরে।বাবা ছিলেন ভূপতি নাথ কর, মা ছিলেন সরমা দেবী। তাঁর পড়াশোনা কোলকাতার কসবা চিত্তরঞ্জন হাই স্কুলে। এরপর অবনীন্দ্রনাথ ঠাকুরের ইন্ডিয়ান সোসাইটি ওফ ওরিয়েন্টাল আর্ট থেকে শিক্ষালাভ করেন। অঙ্কন শিক্ষা অধ‍্যক্ষ ক্ষিতিমোহন মজুমদারের কাছে। এ ছাড়া ওড়িশার প্রথাগত ভাস্কর্য শিল্প শেখেন গিরিধারী মহাপাত্রের কাছে। তিনি আরো উচ্চপাঠের জন‍্য প‍্যারিসে যান।সেখানেই তিনি বিখ‍্যাত দন্তচিকিৎসক আর আহমেদের কন‍্যা আমিনা আহমেদকে বিয়ে করেন। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার জন‍্য তিনি ভারতে ফিরে আসেন।

১৯৪০ থেকে ৪২ সাল পর্যন্ত তিনি কোলকাতা বিশ্বদ‍্যালয়ে শিল্পকলা বিভাগে অধ‍্যাপনা করেন। ১৯৪৩থেকে ৪৫সাল পর্যন্ত দিল্লী পলিটেকনিকে শিল্প বিভাগে অধ‍্যাপনা করেন। ১৯৪৬এ আবার লন্ডন চলে যান এবং বসবাস শুরু করেন।১৯৪৭সালে লন্ডন রয়‍্যাল সোসাইটির সদস‍্য পদ লাভ করেন। ১৯৫৬ সালে আবার কোলকাতায় ফিরে আসেন এবং গভর্নমেন্ট কলেজ অফ আর্টের অধ‍্যক্ষ পদ অলংকৃত করেন। তাঁর ভাস্কর্য ও চিত্রকলার অপুর্ব নিদর্শন দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে। সংসদের সেন্ট্রাল হলে সুভাষ চন্দ্র বসুর যে চিত্রটি আছে, সেটা এই বিশিষ্ট চিত্রশিল্পীর আঁকা। এ ছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, রাজেন্দ্রপ্রসাদ, স‍্যার মরিস, বুদ্ধ সহ বহু বিখ্যাত ব্যক্তিত্বের মুর্তি গড়েছেন। তিনি তাঁর সারাজীবনের সৃষ্টি ও সংগ্রহ নিয়ে নরেন্দ্রপুরে আবাস তথা সংগ্রহশালা স্থাপন করেন। জীবনে অনেক সম্মাননা তিনি পেয়েছেন। ১৯৭৪সালে ভারত সরকার তৃতীয় সর্বোচ্চ অসামরিক পুরষ্কার পদ্মভূষন দিয়ে ভুষিত করেন। ১৯৯০সালে বিশ্বভারতী তাঁকে দেশিকোত্তম উপাধিতে সম্মানিত করে। ১৯৪৮সালে লন্ডনে অলিম্পিক উপলক্ষ্যে আয়োজিত স্পোর্টস ইন আর্ট প্রতিযোগীতায় তাঁর ভাস্কর্য স্কেটিং দ‍্য ট‍্যাগ রৌপ‍্য পদক লাভ করেন। বিখ‍্যাত এই শিল্পী তাঁর সংগ্রহশালা রাজ‍্যের তথ‍্য সংস্কৃতি দপ্তরকে দান করে গেছেন।

জীবনের সায়াহ্নে তিনি একা হোয়ে গিয়েছিলেন স্ত্রী ও এক মাত্র সন্তানের মৃত‍্যুর পর।
২০০৫ সালের ৩রা অক্টোবর তিনি প্রয়াত হন,রেখে যান অশেষ শিল্প ভাস্কর্যের সম্ভার।
জন্মদিনে চিন্তন তাঁর প্রতি ও তাঁর সৃষ্টির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।