দেশ বিদেশ

নতুন করে এভারেস্টের উচ্চতা মাপতে চীনা সার্ভে দল ….


মীরা দাস:চিন্তন নিউজ:২৯শে মে:- বিশ্বের উচ্চতম শৃঙ্গের উচ্চতা কত? এর উত্তর ছোট ক্লাসের ছেলে মেয়েরাও জানে, উত্তর টা হলো ৮৮৪৮ মিটার। কিন্তু চিনের সাথে নেপালের মত বিরোধ দেখা দিয়েছে এভারেস্টের পরিমাপ নিয়ে, চিনের হিসেবে এভারেস্টের উচ্চতা ৮৮৪৪.৪৩ মিটার।

সেই কারনে এভারেস্টের উচ্চতা মাপার জন্য আরও একবার পরিমাপ করতে সেখানে পৌঁছালো চীনা সার্ভে দল। গত ১লা মে চিন এভারেস্টের যে উচ্চতা প্রকাশ করেছিল তা নেপালের হিসাবের থেকে চার মিটার কম। এতে আপত্তি জানায় নেপাল। চিন প্রতি উত্তরে জানিয়েছে প্রকৃত উচ্চতা মানুষের জ্ঞান ও বিজ্ঞানীদের গবেষনায় সাহায্য করবে।

এর আগে ১৯৭৫ ও ২০০৫ সালে এভারেস্টের উচ্চতা প্রকাশ করেছিল চিন, সেই দু-বার চিনের হিসাব অনুযায়ী এভারেস্টের উচ্চতা ছিল, ৮৮৪৮.১৩ মিটার এবং ৮৮৪৪.৪৩ মিটার ।তিব্বতি ভাষায় মাউন্ট এভারেস্টের নাম মাউন্ট ‘কুয়োমোলাঙ্গমা ”।

.


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।