মৃন্ময়ী রং:চিন্তন নিউজ:২রা জুন:-ভারতবর্ষের শিশুরা শৈশবের আনন্দ উপভোগ করতে পারে না। উদারীকরণ নীতির প্রভাবে প্রতিযোগিতার মধ্য জীবন সংগ্রামের লড়াইয়ে ঠেলে দিচ্ছে অভিভাবকরা।জীবনের স্বাভাবিক ছন্দ তারা উপভোগ করতে পারে না। ২৪শে মার্চ লকভাউনের শুরু থেকেই শিশুরা গৃহবন্দি। তাদের মধ্যে ও বেড়েছে বিরক্তি, একঘেয়েমি। একমাত্র ভারতেই নেহেরুর জন্মদিনকে শিশু দিবস হিসাবে বলা হয়।
কিন্তু প্রকৃত শিশু দিবস হল পয়লা জুন।এটা আন্তর্জাতিক শিশু দিবস।
পয়লা জুন হাওড়ার সাঁকরাইল উত্তর এরিয়া কমিটির অন্তর্গত দুইল্যা ইউনিটের পক্ষ থেকে প্রায় ২০০পরিবারের মা এবং শিশুদের হাতে তুলে দেওয়া হয় খাদ্য সামগ্রী। শিশুরাই শিশুদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়ার ফলে শিশুদের মধ্যে খুশির পরিবেশ দেখতে পাওয়া গেলো। এলাকাবাসী ও খুব খুশি।রাষ্ট্রসঙ্ঘ শিশুদের জন্য দশটি অধিকারের কথা বলেছিল। তার রক্ষায় সকলকেই উদ্যোগী হতে হবে বলে অভিমত জানান এলাকার বিশিষ্ঠ ব্যক্তি বর্গ ও সাধারণ মানুষ।