চিন্তন নিউজ:১০ ই সেপ্টেম্বর:- সংবাদদাতা- কল্পনা গুপ্ত:- গতকাল অর্থাৎ ৯-ই সেপ্টেম্বর গলসী-১নং এরিয়া কমিটির অন্যতম সদস্য কমরেড সেখ সালেক গত ৬-ই মে হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৫৩ বছর বয়সে প্রয়াত হওয়ায় তাঁর স্মরণসভা অনুষ্ঠিত হয় গতকাল পোতনা অঞ্চলের পুরষা গ্রামে। প্রয়াত কমরেড সেখ সালেক-এর স্মরণসভায় বক্তব্য রেখেছিলেন প্রাদেশিক কৃষক সভার সম্পাদক কমরেড অমল হালদার।
আজ ১০-ই সেপ্টেম্বর গলসী ২ এরিয়া কমিটির উদ্দোগে কুরকুবা গ্রামের কৃষকসভার গ্রামে সম্মেলন অনুষ্ঠিত হলো। এছাড়াও আজ সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি, কাটোয়া পানুহাট আঞ্চলিক কমিটির উদ্যোগে আজ কাটোয়া শহর ২০ নং ওয়ার্ডের আবাসন এলাকায় স্যানিটাইজেশান করা হলো বাড়ি বাড়ি গিয়ে। তারই সঙ্গে আজ মেমারি ২ এরিয়া এলাকার বোহার শাখায় আজ সাইকেল মিছিল করা হয় হামুনপুর থেকে শুরু করে বিটরা বাজার হয়ে বিষ্ণুপুর গ্রাম পর্যন্ত। সাধারণ মানুষের মধ্যে দারুন উৎসাহ ছিল তার মধ্যে বিশেষ করে মহিলাদের মধ্যে।
তারই সঙ্গে গণতান্ত্রিক মহিলা সমিতি মেমারী ২ আঞ্চলিক কমিটির শ্রীধরপুর ইউনিটে আজ সভা করেন এবং মহিলাদের মিছিল সংঘটিত করেন। এছাড়াও আজ রসুলপুর আমবাগান এলাকায় ১৬ দফা দাবীতে পথসভা অনুষ্ঠিত হয় মেমারি-১ পশ্চিমে।
আজ কাটোয়া কলেজের জুওলজি বিভাগের এক অধ্যাপকের বিরুদ্ধে ওঠা অর্থের বিনিময়ে নম্বর বাড়ানোর অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয় ও কাটোয়া কলেজ কর্তৃপক্ষকে ডেপুটেশন পত্র প্রদান করা হলো।
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি, কাটোয়া পানুহাট আঞ্চলিক কমিটির উদ্যোগে আজ কাটোয়া শহর ২০ নং ওয়ার্ডের আবাসন এলাকায় স্যানিটাইজেশান কর্মসূচি হলো বাড়ি বাড়ি।