বিজ্ঞান ও প্রযুক্তি রাজ্য

বিশ্ব জল দিবস পালন -পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মুর্শিদাবাদ জেলার গোরাবাজার ইউনিট ।


মিতা দত্ত: চিন্তন নিউজ:২২শে মার্চ:- খুব ছোটোবেলা থেকে সবাই শুনে আসে ” জলই জীবন’ । কিন্তু বর্তমানে মানুষ এই বার্তাটি ভুলতে বসেছে। বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জলের চাহিদা বাড়ছে ।কিন্তু বিভিন্ন কারণে জলের পরিমাণ কমছে । এর জন্য একদিকে রয়েছে জনগণের অসচেতনতা, অন্যদিকে একশ্রেণীর জলদানব তৈরী হয়েছে যারা দায়িত্ব নিয়ে জলাশয় বন্ধ করে বহুতল নির্মাণ করছে ।এই সমস্যায় পড়েছে বিশেষ করে শহরগুলি ।কাজগুলি চলছে সরকারের সহযোগিতায় ।কখনও কখনও প্রশাসন নিজেই জলদানব ।

এছাড়া রয়েছে জলদূষণ ।কীটনাশকের ব্যবহার নদনদী খালবিল পুকুরের জল দূষিত হয়ে পড়ছে ।এই জল গিয়ে সমুদ্রে পড়ছে ।উপকারী ব্যাকটেরিয়া মারা যাচ্ছে । সবমিলিয়ে এক ভয়ঙ্কর অবস্থা।

তাই হাত গুটিয়ে বসে থাকার সময় নয়! তবে কিন্তু ধ্বংস অনিবার্য। তাই মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এই দস্যুদের বিরুদ্ধে লড়াই করতে হবে ।গড়তে হবে সুস্থ পৃথিবী।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।