সঞ্জিত দে: চিন্তন নিউজ: ২২ মার্চঃ- আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সংযুক্ত মোর্চার প্রার্থীরা মনোনয়ন দাখিল করলেন সোমবার আলিপুরদুয়ার জেলা শাসকের দপ্তরে। মনোনয়ন দাখিল করেই ফালাকাটা কেন্দ্রের সি পি আই এম প্রার্থী ক্ষিতীশ চন্দ্র রায় চলে আসেন ভুটনিরঘাট বাজারে। এই এলাকার কর্মী সমর্থক পার্টি দরদি সহ সাধারণ মানুষকে সাথে নিয়ে প্রার্থী ক্ষিতীশ চন্দ্র রায় চলে যান ফালাকাটা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক বামফ্রন্ট সরকারের বনমন্ত্রী প্রয়াত যোগেশ চন্দ্র বর্মনের স্মৃতি স্তম্ভে।সেখানে সকলেই প্রয়াত নেতৃত্ব কে শ্রদ্ধা জানান।ভুটনির ঘাট উচ্চ বিদ্যালয়ের পেছনেই প্রয়াত যোগেশ চন্দ্র বর্মনের বাসস্থান সেখানেই তার স্মৃতি স্তম্ভ রয়েছে। বিধায়ক মন্ত্রী হবার আগে এই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন যোগেশ চন্দ্র বর্মন। ফালাকাটার সর্বজন শ্রদ্ধেয় মাস্টার মশাই ছিলেন তিনি। শ্রদ্ধা জানাবার পর ভুটনির ঘাট বাজারে সভা করা হয়। প্রার্থী ক্ষিতীশ চন্দ্র রায় ছাড়াও সভায় বক্তব্য রাখেন পার্টি র জেলা নেতা কম দীনবন্ধু বর্মন, কাকলী ভৌমিক, তিন নং এরিয়া সম্পাদক কম সুনীল বর্মন প্রমুখ।