রাজ্য শিক্ষা ও স্বাস্থ্য

প্রাথমিক শিক্ষক আন্দোলনের দাবীসমূহ।


শাশ্বতী ঘোষাল:চিন্তন নিউজ :১৯শে জুলাই:–শিক্ষকদের বিস্ফোরক অভিযোগ —নিয়োগ থেকে ট্রান্সফার সবেতেই কাটমানি ।

নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি সহ চারটি বামপন্থী শিক্ষক সংগঠন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে ডেপুটেশন জমা দিলেন। বুধবার 17th জুলাই হাজার হাজার শিক্ষক শিক্ষিকা জমায়েত হন সল্টলেকে। করুণাময়ী সেন্ট্রাল পার্কের উল্টোদিকে তারা বসে পড়েন।
যে চারটি বামপন্থী শিক্ষক সংগঠন এই আন্দোলনে সামিল হন তারা হলেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি, সারা বাংলা প্রাথমিক শিক্ষক সংগঠন, বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সংগঠন ও শিক্ষক সংঘ পশ্চিমবঙ্গ।
শিক্ষক সংগঠনের মূল দাবীগুলি হলো —
১.রাজ্যের প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের বেতন স্কেল ৯৩০০–৩৪৮০০,গ্রেড পে ৪২০০ করার দাবী।
২.স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষক শিক্ষিকা দের ক্ষেত্রে সরকারী কর্মচারী দের অনুরূপ বেতনক্রম দিতে হবে।
৩.অবিলম্বে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর করতে হবে।
৪.রাজ্যের সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকা দের দূর্গাপূজা ও ঈদের অগ্রিম বোনাস দিতে হবে।
৫.উত্তর দিনাজপুর জেলার প্রাথমিক শিক্ষক শান্তনু অধিকারীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে
৬.শিক্ষা ক্ষেত্রে অবিলম্বে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে।
উক্ত বিষয় সংক্রান্ত ডেপুটেশনের সঙ্গে সঙ্গে শাসকদলের বিরুদ্ধে কাটমানি প্রসঙ্গেও সোচ্চার হন শিক্ষক গণ্য কিয়দংশ।
তাদের অভিযোগ শিক্ষক দের কাছ থেকে ও শাসকদল কাটমানি নিয়েছে। শিক্ষক নিয়োগে কাটমানি, ট্রান্সফারে কাটমানি, বিভিন্ন দফতরে কাজ করাতে কাটমানি ,আবার কাটমানি না দিলে শিক্ষক শিক্ষিকা দের দূরে ট্রান্সফারের অভিযোগ ও তারা করেন।
শিক্ষকদের জমায়েত কে কেন্দ্র করে বিশাল পুলিস বাহিনী মোতায়েন করা হয়েছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।