রাজনৈতিক

150 বছর পরেও লেনিন প্রাসঙ্গিক:-


সুকৃতীষ নন্দী:চিন্তন নিউজ:২২শে এপ্রিল:-করোনা ভাইরাসের আক্রমণে সারা পৃথিবী যখন উথাল পাতাল তখন টিম টিম করে জলতে থাকা কমিউনিষ্ট অঞ্চলগুলোতেই একটু ভরসার জায়গা তৈরী হচ্ছে বা পরিসংখ্যানের দিক থেকে একটু ভালো জায়গায় আছে কেন তা মনে প্রশ্ন জাগায়। আজ আরও বেশী করে মনে পড়ছে কারন আজ থেকে 150 বছর পূর্বে এমন একজন সৈনিক জন্মগ্ৰহন করেছিলেন যিনি আজ আমাদের মধ্যে নেই কিন্তু তার উপস্থিতি বারবার আমাদের মধ্যে জানান দেয় যে তিনি সবসময়ই প্রাসঙ্গিক। সেই প্রাসঙ্গিকতার রেশ ধরেই আমাদের ভারতবর্ষের একটি রাজ‍্য জনসমক্ষে তুলে ধরেছে, লেনিনের মতো মতবাদ, আদর্শ যদি মানুষের মনে দানা বাঁধে তবে তা দেশের মানব সম্পদ বৃদ্ধির পক্ষে সহায়ক ভূমিকা পালন করে। গর্ববোধ হয় সারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষের একটি রাজ‍্য কেরালা আজ এই কঠিন পরিস্থিতিতে কীভাবে দেশের নাম উজ্জল করে চলেছে এবং বলতে দ্বিধা নেই লেনিনের আদর্শের ছোঁয়া আছে বলেই তা সম্ভব হয়েছে। তাই আজ আর কমিউনিস্ট আদর্শ ব্রাত‍্য নয়। সেই আদর্শে এগিয়ে চলুক আমার দেশ।তোমাদের মতো সঠিক চিন্তাধারার মানুষেরাই প্রতিটি দেশের সম্পদ। হয়তো বেশিরভাগ‌ই প্রকাশ‍্যে স্বীকার করতে লজ্জা পান কিন্তু গোপনে গর্ববোধ করেন এই ভেবে “আমাদের যদি একটা মার্কস, একটা এঙ্গেলস, একটা লেনিন প্রশাসনিক ক্ষমতায় থাকতেন তবে ধ্বংসস্তুপের মধ্যে উন্নয়নের ছায়া দেখতে হতো না।” মানব সম্পদের বিকাশকে যিনি সবচেয়ে বেশি প্রাধান্য দিতেন সেই লেনিনের অনুপস্থিতি আজ সারা বিশ্বকে জানান দিচ্ছে। যতদিন মানব সভ্যতা, যতদিন মেহনতি সমাজ ততদিন তুমি। বুলডোজার দিয়ে তোমার মূর্তি ভেঙে কিছু মানুষের উল্লাস হয়তো সাময়িক কিছু মানুষের মন থেকে দূরে সরিয়ে রাখার প্রয়াস থাকতে পারে কিন্তু সেই প্রয়াস কখনোই চিরস্থায়ী রূপ পায় না। তুমি আদি অন্তহীন- তুমি আমাদের অন্তরের লেলিন (ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ)। 150 তম জন্মবর্ষে তোমাকে কুর্ণিশ, লাল লাল লাল সেলাম।

     

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।