চৈতালী নন্দী, চিন্তন নিউজ, ১৯আগষ্ট: একদা মাওবাদী আন্দোলনের (তথাকথিত গন আন্দোলন) সময় ছত্রধর মাহাতোই ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এর ছায়াসঙ্গী। সেসময় জঙ্গলমহলে দিনের আলোয় খুন হয়ে যাচ্ছিলেন একের পর এক সিপিএম নেতা, অসংখ্য বাম কর্মী সমর্থক। মমতা সেসময় বলেছিলেন পশ্চিমবঙ্গে মাও ফাও বলে কেউ নেই। সেই সময়ের মমতার সহযোগী ছত্রধর মাহাতো এই শর্তেই মমতাকে সাথ দিয়েছিলেন যে মমতা ব্যানার্জী মুখ্যমন্ত্রী হলে মুক্তি পাবে একের পর এক সিপিএম কর্মী খুনের দায়ে বন্দী মাওবাদী সদস্যরা।
ক্ষমতায় এসে গুন্ডা কন্ট্রোলে ওস্তাদ মমতা বুঝতে পারছিলেন দৈত্য শিশি থেকে বেড়িয়ে পড়েছে, এদের এখনই প্রতিহত করতে না পারলে এই বিপদ ফিরে আসবে বুমেরাং হয়ে। এর পর মমতার এক চতুর লড়াইয়ের জালে পড়ে খুন হয়ে যান শীর্ষ মাওবাদী নেতা কিষেনজি। বন্দী হন ছত্রধর মাহাতো। হয়তো সুরক্ষার প্রয়োজনে। সেসময় একের পর এক গনহত্যায় যেসব সিপিএম কর্মী সমর্থকদের মায়ের কোল খালি হয়েছিল, যে সব পরিবার উজাড় হয়ে গিয়েছিল, তারা পেলনা কোনো বিচার, পেলোনা কোনো সরকারি সহযোগিতা। তার পরিবর্তে নিঃশর্তে মুক্তি সহ পুনর্বাসনের বন্দোবস্ত করা হোলো খুনি মাওবাদীদের। যারা সর্বস্ব হারালো তাদের বদলে চাকরির ব্যবস্থা করা হোলো খুনের অপরাধীদের।
কিন্তু যারা একসময় পাশে ছিলেন সিপিআইএম কে খতমের অভিযানে তারাই এখন দ্বিধাবিভক্ত।কারণ সাজা কমিয়ে মুক্তি পাওয়া ছত্রধর মাহাতো বলেছেন ২০২১ সালে তিনি আবার মুখ্যমন্ত্রী দেখতে চান মমতা ব্যানার্জীকেই। জেলফেরত ছত্রধরের এই তৃনমূল সমর্থনে আদৌ খুশী নয় তার প্রাক্তন সহকর্মীরা।
এপিডিআর এর কেন্দ্রীয় কমিটির সদস্য রাংতা মুন্সি বলেছেন যে এই সরকার নিঃশর্তে বন্দী মুক্তির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল। কিন্তু তারা কিছু করেনি। বন্দী মুক্তির নামে প্রহসন চলছে। এসময় ছত্রধরের এহেন বক্তব্য তারা মানেন না। এই অভিমত ছত্রধরের একেবারেই নিজস্ব। এই অংশের মধ্যে রয়েছেন কিষেনজির অনুগামীরা। আর অন্য পক্ষে রয়েছে তারা যারা বিভিন্ন ভাবে লাভবান হয়েছে সরকারি পুনর্বাসনের দ্বারা।
প্রকৃতপক্ষে এই লোকসভা ভোটে জঙ্গলমহলে তৃনমূলের অবস্থা শোচনীয়। লালগড়েও তৃনমূল পিছিয়ে। মমতা ব্যানার্জীর উন্নয়ন পড়েছে মুখ থুবড়ে, অপুষ্টি ও অনাহারে মৃত্যু হয়েছে দশজন মানুষের। বিত্তশালী হয়েছে তৃনমূলী নেতারা। যে সব মানুষরা বিজেপির দিকে ঝুঁকেছে তাদের নিজেদের দিকে নিয়ে আসাটাই এখন তৃনমূলের আসল কাজ। সেই কাজটাই করার দায়িত্ব দেওয়া হতে পারে ছত্রধর মাহাতোকে। জল মাপছে দুপক্ষই।