রাজ্য

এবার সারদাকাণ্ডে সিবিআইয়ের প্রশ্নের মুখে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।


নিউজ ডেস্ক:চিন্তন নিউজ:১৭ই আগস্ট:–এবার সিবিআইয়ের প্রশ্নের মুখে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।সারদাকাণ্ডের কেলেঙ্কারি মামলায় তলব করা হয় তৃণমূলের মহাসচিব ও রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রীকে।

শুক্রবার দুপুর ২টো ১৫থেকে টানা চার ঘন্টা জেরা করে সিবিআই। প্রথমে শোনা যায় পার্থ চট্টোপাধ্যায় সিবিআই দফতরে হাজিরা দেবেন না। পরবর্তী কালে তিনি সেখানে যান। সুত্রের খবর তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগোবাংলার ব্যাপারে তাঁকে জিজ্ঞাসা করে সিবিআই। জাগোবাংলার সম্পাদক পার্থ চট্টোপাধ্যায়।এদিন সিবিআই দফতরে দেখা যায় প্রাক্তন পুলিশ কমিশনার রাজীবকে।

প্রসঙ্গত সিবিআই দফতর থেকে বেড়িয়ে পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের প্রশ্নের মুখে মেজাজ হারান। তিনি বলেন তাকে ব্যাক্তিগত ভাবে তলব করা হয়নি।সংগঠনগত কিছু প্রশ্নের জবাব পেতে তাকে সিবিআই তলব করে।
সুত্রের খবর, সিবিআইয়ের চারঘন্টা জেরায় পার্থ চট্ট্যোপাধ্যায়ের কথায় অনেক অসংগতি ধরা পড়েছে। তারজন্য তাঁকে ফের তলব করা হ’তে পারে।এবং আবার উত্তরে অসংগতি ধরা পড়লে শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করতে পারে সিবিআই।

    

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।