ত্রয় চ্যাটার্জি: চিন্তন নিউজ:২০শে জুন:- ‘ক্যালকাটা কয়্যার’ সাংস্কৃতিক জগতে এক উল্লেখযোগ্য নাম। অতিমারীর ফলে অপরিকল্পিত লকডাউনে কাজ হারানো, রোজকার হারানো আর্ত মানুষের পাশে এই সময় দাঁড়াতে হবে। মানুষের লড়াই সংগ্রামের পথকে নিজেদের সংস্কৃতির প্রধান পথ বলে মনে করেন সেই ক্যালকাটা কয়ার কি পিছিয়ে থাকবে তা হয় নাকি!
তাইতো আজকে আর্ত মানুষের কাছে ত্রান সামগ্রী নিয়ে পৌঁছোলো এই সংস্থা। কলেজ স্ট্রীট এর কাছে পটুয়াটোলা লেনে প্রায় ২০০ জন মানুষের হাতে খাদ্য সামগ্রী বিতরণ করা হল, থাকলেন কল্যাণ সেন বরাট, ও তাঁর সাথীরা।