দেশ

গুয়াহাটিতে এন আর সি সমন্বয়কের অফিস ঘেরাও করে প্রতিবাদে সিপিআইএম।


চৈতালী নন্দী:চিন্তন নিউজ:৮ই আগস্ট:—সিপিএমের এনআরসি সমন্বয়কের অফিস ঘেরাও গুয়াহাটিতে।।
এনআরসির কবলে পড়ে আসামের মানুষ জন অযথা যথেষ্ট হেনস্থার শিকার হচ্ছেন।বহু মানুষ সঠিক নথিপত্র না দিতে পারায় ভিটেমাটি থেকে উচ্ছেদ হওয়ার আশঙ্কায় দিন গুনছেন।আবার কোনো কোনো ক্ষেত্রে সঠিক প্রমাণ পত্র জমা দেওয়া সত্বেও তা গ্রাহ‍্য হয়নি।এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে এনআরসি নথি ফের পুনঃনিরীক্ষনের প্রতিবাদে মঙ্গলবার গুয়াহাটির ভাঙাগড়ের এরআরসি সমন্বয়কের অফিস ঘেরাও করলো সিপিআইএম।আর কয়েক দিন বাদেই প্রকাশ হবার কথা এনআরসির চূড়ান্ত তালিকা।এই নিয়ে সেখান কার মানুষ জন যথেষ্ট উদ্বেগের মধ‍্যে দিন কাটাচ্ছেন।তার মধ‍্যে হঠাৎ করে নথিপত্র পুনঃনিরীক্ষনের নামে মানুষ কে হয়রানির কি কারন থাকতে পারে তা নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে।
এই কারণে এদিন বেলা একটা নাগাদ ভাঙাগড় উড়ালপুল এর নীচে থেকে এনআরসি কার্যালয়ে র উদ্দেশ্যে প্রতিবাদ মিছিল শুরু করে সিপিএম।পার্টির ডাকা এই কর্মসূচি তে অংশ নেন বহু গনতন্ত্র প্রিয় মানুষ এবং ভুক্তভোগী মানুষ জন।এদের দাবি ছিল, নথি পুনঃনিরীক্ষনের নামে জনগণ কে হয়রানি বন্ধ করা হোক ,সুপ্রীম কোর্টের নির্দেশিকা অনুযায়ী নির্ধারিত দিনে এনআরসি প্রকাশ এবংসকল ভারতীয় দের নাম তাতে অন্তর্ভুক্ত করে শুদ্ধ এনআরসি তালিকা প্রকাশ প্রমুখ।এরপর মিছিল করে এনআরসি কার্যালয় ঘেরাও করেন বহু গনতন্ত্র প্রিয় মানুষ। নেতা রা বক্তব্যে বলেন বিজেপি সরকারের কথামতো কোর্টে বলা হয়েছিল যে,রাজ‍্যের সীমান্ত বর্তী জেলা য় ২০%ও অন‍্য জেলা গুলি তে ১০%পুনঃনিরীক্ষনের প্রয়োজন রয়েছে।এজন্য প্রয়োজন এ তালিকা প্রকাশ ছমাস পিছিয়ে দেওয়া হোক।পরে ডিভিশন বেঞ্চে এই প্রস্তাব খারিজ হয়ে যায়।বলা হয় আগামী ৩১ শে আগস্টে র মধ‍্যেই চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে। কিন্তু কোর্টের নির্দেশ অমান্য করে বিজেপি সরকারের প্ররোচনায় এনআরসি কর্তৃপক্ষ আবেদন কারিদের নোটিশ পাঠানো শুরু করে।ও বিভিন্ন ধরনের অন‍্যায় দাবি করতে থাকে।তাতে জনসাধারণ বহু অসুবিধা র সম্মুখীন হন ও তাদের বিভিন্ন ভাবে হয়রানি করা হয়।অবস্থা এখন এমন যে মানুষ তাদের জমিজমা বিক্রি করে এদের দাবি মেটাতে বাধ‍্য হচ্ছে।
একমাত্র বামপন্থী রাই আছে যারা এইসকল অত‍্যাচারিত ,হেনস্থার শিকার মানুষ জনের সঙ্গে থেকে তাদের দাবি আদায়ে একসাথে লড়াই চালিয়ে যাচ্ছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।