দেশ

ত্রিপুরায় মানিক সরকার সহ সিপিআইএম দলের নেতাদের উপর বিজেপি আশ্রিত দুস্কৃতি বাহিনীর আক্রমণ ,


নিজস্ব সংবাদদাতা;-চিন্তন নিউজ;- ১০ই মে২০২১– আজ ত্রিপুরা রাজ্যে শান্তির বাজারে বিরোধী দলের নেতা মানিক সরকার , বাদল চৌধুরী সহ সিপিআইএম দলের নেতাদের উপর বিজেপি আশ্রিত দুস্কৃতি বাহিনীর আক্রমণের ঘটনায় গোটা দেশে নিন্দার ঝড় ওঠে।

এখানে উল্লেখ্য ২০১৮ সালে ত্রিপুরা রাজ্যের নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসীন হওয়ার পর থেকে গোটা রাজ্যে অসংখ্য সিপিআইএম এর পার্টি অফিস জবর দখল করে নেওয়া হয়েছে।গত ৫ই মে ত্রিপুরার শান্তিরবাজারে জবর দখল হওয়া সিপিআইএম অফিসের সামনে কিছু সিপিআইএম নেতা ও কর্মী কার্ল মার্কসের জন্ম দিবস উদযাপন করে।এর পর বিজেপি আশ্রিত সমাজবিরোধীরা ঐ এলাকার সিপিআইএম নেতা ও কর্মীদের উপর আক্রমণ চালায়।
ত্রিপুরার বিরোধী দলের নেতা মানিক সরকার , বাদল চৌধুরী পুলিশ প্রশাসনকে জানিয়ে ও প্রশাসনের অনুমতি সাপেক্ষে শান্তিরবাজার এলাকায় আক্রান্তদের সাথে দেখা করতে গেলে বিজেপি আশ্রিত দুস্কৃতি দ্বারা আক্রান্ত হন।

রাজ্যের বিরোধী দলের নেতার উপর আক্রমণ হওয়া সত্ত্বেও পুলিশ প্রশাসনের নীরব থাকা, সরকারের মদতে আক্রমন বলে স্থানীয় মানুষের অভিমত।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।