জেলা

জন্মদিন এভাবেও পালন করা যায়.


রাহুল চ্যাটার্জি: চিন্তন নিউজ:৯ই জুলাই:– রামপুরহাট চাকলামাঠ এর দেবজিত রায়, মা বাবার আদরের ছোট্টু। মা দেবযানী রায় রামপুরহাট কোর্টে কর্মরত ছিলেন। বাবা বিশ্বজিৎ রায় রেজিস্ট্রি অফিসে কপিরাইটর এর কাজ করেন। ছোটতে দেবজিৎ প্রি ম্যাচিউর বেবি হিসেবে জন্ম নিয়েছিল, তার সাথে ডাবল নিউমনিয়ায় আক্রান্ত হয়ে ইনকীয়ভেটরে প্রায় ৩১ দিন পর কাটাতে হয়।। ফলে প্রতিবন্ধকতার শিকার সে আজ। ঠিক ভাবে হাঁটাচলা বা কথা বলা কোনোটাই হয় না আর। দুদিন আগেই তার জন্মদিন ছিল, কিন্তু সেদিন তাঁর বাবা গুরুতর শ্বাসকষ্ট শুরু হওয়ায় সেদিন আর আনন্দ আয়ুজন কিছুই হয়ে ওঠেনি। অক্সিজেন চেয়ে ফোন যায় রেড ভলান্টিয়ার্সদের কাছে। সঙ্গে সঙ্গেই রেড ভলান্টিয়ার্স সদস্য রা অক্সিজেন সাপোর্ট নিয়ে পৌঁছে যায় তাঁর বাড়ি। আজ তিনি অনেকটাই সুস্থ। ছেলেটি ও তার মা তাই ঠিক করেন এবারের জন্মদিন আনন্দ উৎসব করে নয়, বরং সেই খরচ তুলে দেবেন রেড ভলান্টিটিয়ার্সদের কাজের জন্য। যেমন ভাবা তেমন কাজ। আজ তাঁর বাড়িতে রেড ভলান্টিয়ার্স সদস্যা দেবারতি বিশ্বাস, ঝিলিক কর্মকার, ও বাকি সদস্য ইউসুফ আলি, সুশান্ত মন্ডল, পার্থ গুহ তারিক ইসলাম রা পৌঁছে যান সকালেই। তাদের হাতেই ছোট্টু তুলে দেয় তার জমানো টাকা। রেড ভলান্টিয়ার্স কর্মীরা সঙ্গে কেক নিয়ে যান, সেই কেক কেটেই আজ পালন হলো ছোট্টুর জন্মদিন। রেড ভলান্টিয়ার্স এর সদস্য সঞ্জীব মল্লিক বলেন “ছোট্টুর এই উদ্যোগ ও ভাবনা আমাদের কাজকে এগিয়ে নিয়ে যেতে আরও অনুপ্রাণিত করবে ও সাথে সাথে আরও অনেকেই এই ভাবেই অনাড়ম্বর অথচ মানবিক উপায়েই এগিয়ে আসবে।”

অন্যদিকে আজ ১৪নং জাতীয় সড়ক (নলহাটি থেকে মোড়গ্রাম) সহ জেলার বেহাল রাস্তা সংস্কারের দাবিতে এসএফআই- ডিওয়াইএফআই এর ডাকে সিউড়ি সড়ক ভবনের সামনে বিক্ষোভ অবস্থান ও ডেপুটেশন দেওয়া হয়। আশ্বাস পাওয়া গেল খুব তাড়াতাড়িই রাস্তা ঠিক করার কাজে নামবেন সড়ক ভবনের তরফ থেকে। তবে এই প্রসঙ্গে এসএফআই জেলা সভাপতি দেবাশীষ সরকার বলেন, “আমরা কাঁটাগরিয়া মোড়ে ৫ দিন ধর্ণা দিয়েছি, সাধারণ মানুষের সহি সংগ্রহ করেছি, নলহাটি থানায় গতকাল প্রশাসনের দেখা নেই বলে মিসিং ডাইরি করেছি। আজ বলে এলাম, সময় দিয়ে এলাম,রাস্তা ঠিক না হলে রাস্তাতেই দেখা হবে।।রাস্তা ঠিক করতেই হবে।।”


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।