জেলা

অন্যায়ভাবে বাড়তি বিলের বোঝা আমজনতার ঘাড়ে।


দেবী দাস:-. চিন্তন নিউজ:১৭ই জুলাই:– বর্ধিত বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ, -বর্ধিত বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে পথে নামল সি পি আই (এম) বেহালা পশ্চিম(১) এরিয়া কমিটি। লকডাউনের কারণে মিটার রীডিং হয়নি বেশীরভাগ বাড়িতে, পূর্ববর্তী বিল দেখে অন্যায়ভাবে বাড়তি বিলের বোঝা আমজনতার ঘাড়ে। এই বর্ধিত বিল অবিলম্বে প্রত্যাহার করে সঠিকভাবে রীডিং এর মাধ্যমে নতুন বিল দিতে হবে।

নিত্য প্রয়োজনীয় সামগ্ৰীর তালিকায় নতুন সংযোজন স্যানিটাইজার। বাড়ির বাইরে পথেঘাটে এখন নিত্যসঙ্গী স্যানিটাইজারের ওপর অন্যায়ভাবে ১৮% জি এস টি চাপানো হল যেখানে সোনার ওপর জি এস টি’র হার ৩%।
এই দুই দাবিতে সিপিআই(এম)পার্টির বেহালা পশ্চিম(১) এরিয়া কমিটির আহ্বানে বেহালা থানা থেকে পর্ণশ্রী থানা পর্যন্ত মিছিল এবং থানার সামনে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সাধারণ মানুষের উপস্থিতি লক্ষণীয়। এরিয়া কমিটির সম্পাদক মহম্মদ সাবিরের লড়াকু মনোভাব কর্মীদের উৎসাহিত করবে আগামী দিনের লড়াইয়ের ময়দানে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।