রাজ্য

কল্যানী বিশ্ববিদ্যালয়ে বায়োমেট্রিক চালু। উপাচার্যের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে শিক্ষকগণ।


মীরা দাস:চিন্তন নিউজ:১৫ই সেপ্টেম্বর:–কল্যানী বিশ্ববিদ্যালয়ে না জানিয়ে বায়োমেট্রিক চালু …শিক্ষকরা আন্দোলনের পথে।

কল্যানী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের উপস্হিতি নিয়ে চালু হচ্ছে বায়োমেট্রিক ।প্রযুক্তিকে কাজে লাগিয়ে নতুন নিয়ম চালু করার আগে শিক্ষকদের মতামত শোনার অবকাশ পেলেন না উপাচার্য। সরকার মনোনীত প্রতিনিধিদের এ ধরনের আচরনে ক্ষুব্ধ শিক্ষক মহল ।তাঁরা জানিয়েছেন সোমবার বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখাবেন ,এবং মঙ্গলবার ” পেনডাউন ” আন্দোলন করবেন শিক্ষকরা ।
৩রা সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে মেশিন বসানোর কাজ শুরু হয় ,এরপরই ডেপুটেশন দেন শিক্ষকরা ।উপাচার্য শিক্ষকদের সাথে এবিষয়ে আলোচনায় করেননি ।উপাচার্যর বক্তব্য এই নিয়ে আলোচনার কোন জায়গা নেই ,নির্দেশিকা মানতে হবে ।
উপাচার্যের এই এক তরফা নির্দেশিকায় প্রবল ক্ষোভ তৈরা হয়েছে শিক্ষক মহলে ।ইতিমধ্যে উপাচার্য শুক্রবার জানিয়েছেন বায়োমেট্রিক চালু হচ্ছে ।শিক্ষকদের ষ্পষ্ট দাবি ডি- রেজিস্ট্রেশন করতে দিতে হবে ।কোন শিক্ষক বায়োমেট্রিক পদ্ধতিতে ঢুকবেন না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই আন্দোলন কে সমর্থন জানিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারন সম্পাদক পার্থপ্রতিম রায় ।তিনি বলেছেন শিক্ষকদের সাথে আলোচনা না করে এই সিদ্ধান্ত নেওয়া অনুচিত ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।