রাজ্য

বিখ্যাত বেগমপুরি তাঁতশিল্প বন্ধের মুখে।


চিন্তন নিউজ:৬ই জুন ,২০১৯:সূপর্ণা রায়:— সরকারি অবহেলাতে ধংসের মুখে বেগমপুরি তাঁত। বেগমপুরি তাঁত বাংলা তথা ভারতে খুব পরিচিত।। হুগলী জেলার চন্ডিতলা….১…..চন্ডিতলা….. ২ ও সিঙ্গুর ব্লক এর বিভিন্ন গ্রামে একটা সময় বেগমপুরি তাঁত শিল্পের রমরমা ছিল।।একটা সময় ছিল যখন এই সব অঞ্চলে কয়েক হাজার হস্তচালিত তাঁত শিল্প ছিল।কৃষিপ্রধান এলাকা হলেও একটা সময় প্রতিটা পরিবার চাষের সঙ্গে সঙ্গে তাঁত বুনত।।সকাল থেকে খটাখট শব্দে মুখর থাকত গ্রাম গুলো।।চরকা ঘুরিয়ে ঘুরিয়ে সুতো বুনত বাড়ীর মহিলারা।। এখানকার শাড়ী জেলা ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি হ’ত।। কিন্তু এখন মহাজন শোষন সহ শ্রমিক দের মজুরি কম হওয়া য় এই শিল্পে নেমে এসেছে গভীর সংকট।। তাছাড়া যন্ত্র চালিত তাঁত শিল্পের প্রসার ঘটায় আরও সংকট বেড়েছে।। এখন বেশীর ভাগ শিল্পী চাষবাস করেন।।তাঁত এর কাজে আগ্রহ নেই।। গোটা গ্রামে ১০/১২ টি তাঁত আছে এমন টাই জানালেন শিল্পী জয়দেব পাত্র।। এখন ৬২ বছর বয়স।।। বললেন ছোট থেকেই তাঁত বুনে আসছেন।।সারাদিন কাজ করে ২১০ টাকা মজুরি পান।। আর এক শ্রমিক শৈলেন পাত্র বললেন সুতোর দাম বেড়েছে প্রচুর।। আরওএক শ্রমিক অনিল পাত্র বললেন তার ১৩ টি তাঁত লোকসানের মুখে পড়েছিল বলে সবকটিই বিক্রি করে দিয়েছেন।। গ্রামীন অর্থনীতিতে এই শিল্পের বড় ভুমিকা ছিল।। সরকারী অবহেলার কারণে এই কুটির শিল্প আজ ধংসের মুখে।।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।