দেশ

সরকারী কর্মচারীদের কাছে আবারও দুঃসংবাদ – কমিয়ে দেওয়া হ’ল প্রভিডেন্ট ফান্ডের সুদের হার ।


শাশ্বতী ঘোষাল, চিন্তন নিউজ, ৬ ই মার্চ। চলতি আর্থিক বছরের জন্য সুদের হার কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) ।২০১৯-২০ আর্থিক বছরে সুদের হার কমিয়ে ৮.৫ শতাংশ করা হচ্ছে , বিগত আর্থিক বর্ষে যা ছিল ৮.৬৫ শতাংশ হারে। প্রসঙ্গতঃ উল্লেখ্য যে বিগত সাত বছরে এখনো পর্যন্ত এটিই সর্বনিম্ন সুদের হার।

আগেই এ সম্পর্কে খবর পাওয়া গিয়েছিল যে পিএফের সুদের হার কমে যেতে পারে অথবা অপরিবর্তিত থাকবে। কিন্তু শেষ পর্যন্ত সুদ কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত ই নিল ইপিএফের অছি পরিষদ।গত আর্থিক বছরে (২০১৯ -২০) ইপিএফও ৮.৬৫ শতাংশ হারে গ্রাহকদের সুদ দিয়েছিল।

কিন্তু সুদের হার কমিয়ে দেওয়ার সিদ্ধান্তে দেশের ৬ কোটির ও বেশি পিএফ সদস্যের চলতি আর্থিক বছরে বেশ বড় ধাক্কা এল। এর আগে পিএফের উপরে সুদের হার কমে গিয়েছিল। ২০১৬ -১৭ আর্থিক বছরে সুদের হার ছিল ৮.৬৫ শতাংশ। কিন্তু পরের বছর ২০১৭-১৮ আর্থিক বছরে তা কমে ৮.৫৫ শতাংশ করা হয়।

গত বৃহস্পতিবার ( ৫ই মার্চ) ইপিএফও র সেন্ট্রাল বোর্ড অব ট্রাস্টিজের বৈঠক বসে। সেখানে বিষয়টি (সুদ সংক্রান্ত) উত্থাপিত হলে সুদের হার কমানোর সিদ্ধান্ত টি নেওয়া হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।