দেবপ্রসাদ মন্ডল:চিন্তন নিউজ:৬ই মার্চ:—আজ মালদা জেলার গালিমপুরের এনআরসি বিরোধী জনসভায় বলছেন#কমরেডমহঃসেলিম । স্থান- চাঁঁচল ১নং ব্লক মতিহারপুর গ্রামপঞ্চায়েত , মালদা। মানুষের ভীড় চোখে পড়ার মত।
আজ সেই জনসভায় , দিল্লি হিংসায় ক্ষতিগ্রস্ত সমস্ত পরিবারের জন্যে কমরেড মহঃ সেলিমের নিকট অর্থ সাহায্য করছেন গ্রামের সাধারণ জনগণ । আজকের এই সভাতে অর্থ সংগ্রহ হয়েছে ৩০০০০ টাকার উর্ধ্বে । এই টাকার অঙ্ক বৃহৎ কিছু না হ’লেও ,এর তাৎপর্য অনেক। কারণ জননেতার হাতে সাধারণ মানুষের স্বতস্ফূর্ত ভাবে দেওয়া অর্থ সাহায্য, দিল্লির দাঙ্গায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য।