শিক্ষা ও স্বাস্থ্য

রাজ্যে আবার অটোপসি,– স্যালুট জ্যোৎস্না বোস ও তাঁর পরিবারকে


মণীশ সরকার: চিন্তন নিউজ:১৭ মে ২১:– গত শুক্রবারে গণদর্পণের প্রানপুরুষ ও মরণোত্তর দেহদানের পথপ্রদর্শক ব্রজ রায়ের মরদেহ অটোপসির পর আজ আবার মহানগরে কোভিড ভাইরাস নিয়ে মৃত বেলেঘাটা বাসিন্দা ৯৩ বছরের জ্যোৎস্না বোসের মরদেহ অটোপসি হতে চলেছে। গতকাল বেলেঘাটার বক্সী অর্থোপেডিক্স ও রিহালিবিটেশন সেন্টারে মারা যান।

১৯২৭ সালে ১৬ সেপ্টেম্বর অধুনা চট্টগ্রামে জন্মগ্রহন। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় ওনার পিতা ডাঃ যোগেশ চন্দ্র গুপ্ত বর্মা থেকে ফেরার পথে নিঃখোঁজ হয়ে যান। চরম আর্থিক সঙ্কটে পড়েন। ফলে পড়াশুনা বন্ধ হয়ে যায়। ব্রিটিশ টেলিফোনে টেলিফোন অপারেটের চাকরী গ্রহণ করেন। ১৯৫৬ সালে কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত হন। ১৯৭২ সালে বেলেঘাটায় রাষ্ট্রীয় সন্ত্রাস ,সি আর পি এফ-এর হামলার প্রতিবাদে তিনি বিশেষ ভূমিকা গ্রহন করেন। মৃত্যুকালে পরিবারে রয়েছেন দুই পুত্র, পুত্র বধূ, মেয়ে ও নাতিনাতনি।

প্রসঙ্গত জানিয়ে রাখি যে উনার জামাতা প্রাক্তন সাংসদ ও সি পি আই (এম) নেতা নীলোৎপল বসু। সবশেষে জানাই জ্যোৎস্না বোসের নাতনী , নীলোৎ্পল বসুর কন্যা ডাঃ তিস্তার উদ্যোগেই এই অটোপসির প্রক্রিয়া করা সম্ভব হয়েছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।