সুপর্ণা রায়: চিন্তন নিউজ:১৭ই মে:– ভারতবর্ষের স্বাস্থ্য কাঠামো করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউএর প্রভাবে পুরোপুরি ভেঙ্গে পরেছে।। ভারতে দূর্ভাগ্য এখানে না আছে করোনা সংক্রমণ এর ভালো হসপিটাল , ভ্যাক্সিন এর অভাব , মানুষ এর অপারদর্শিতা , আর কেন্দ্রীয় সরকার এর অপারনামদর্শিতা এর জেরে স্বাস্থ্য কাঠামো একেবারে ভেঙে পড়েছে।। এর ই মধ্যে জিনোম সিকোয়েন্সিংএর কাজের সমন্বয় কারী বৈজ্ঞানিক, প্রধান পরামর্শদাতা শাহিদ জামিল গ্রুপ ছাড়লেন। তিনি সারস্ কোভ-২ জেনোমিক্স কনসোর্টিয়াম এর প্রধান এর পদ ও ছেড়েছেন।। অত্যন্ত দ্রুততার সঙ্গে কাজ করার জন্য সারসকোভ-২ চলতি বছরের জানুয়ারিতে এই বৈজ্ঞানিক সংস্থা প্রতিষ্ঠা করা হয়।। জিন সিকোয়েন্সি ভারতের দশটা বৈজ্ঞানিক সংস্থা নিয়ে একটি নেটওয়ার্ক তৈরি করা হয়।। এই সংস্থা টিকে প্রথমে ছয় মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয় পরে আবার সময় সীমা আরও বাড়ানো হয়।।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস দেওয়া এক সাক্ষাৎকারে শাহিদ জামিল বলেছেন কেন্দ্রীয় সরকার বেশ কিছু ভুল সিদ্ধান্ত নিচ্ছে। তিনি বলেন করোনা ভাইরাস রুখতে প্রচুর পরিমাণে ভুল সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।।শাহিদ জামিল বলেছেন কেন্দ্রীয় সরকার পুরোপুরি না জেনেই জানুয়ারি তেই অতিভারী শেষ হয়ে গিয়েছে বলে জানিয়ে দিয়েছিল।।সেইমতো সংক্রমণ এর হাত থেকে বাঁচতে বেশ কিছু নিয়ম-কানুন বন্ধ করে দিয়েছিল।।
সম্প্রতি শাহিদ জামিল নিউইয়র্ক টাইমস এও একটি প্রতিবেদন লিখেছেন। তাতে তিনি জানান যে করোনা পরীক্ষা বৃদ্ধি ,আইসোলেট করার উপর জোর দেওয়ার কথা বলেছিলেন। তিনি বলেন ভারতের বহু বিজ্ঞানী তাঁর সাথে একমত। কিন্তু তাঁদের উপর কেন্দ্রীয় সরকার এর অত্যাধিক চাপের মুখে পড়ে তাঁরা মুখ খুলতে পারছেন না। এখন ভারতে সংক্রমণ নিয়ন্ত্রণ এর বাইরে চলে যাওয়ার কারণ কেন্দ্রীয় সরকার এর তথ্য এর ভিত্তিতে ভুল সিদ্ধান্ত নেয়া।