দীপশুভ্র সান্যাল:চিন্তন নিউজ:– জলপাইগুড়ি,৫ ফেব্রুয়ারী :-শীতের বাড়বাড়ন্ত কমায় বর্তমানে ডুয়ার্সে চলছে পিকনিকের মরশুম পিকনিককে কেন্দ্র করে ডুয়ার্সের বিভিন্ন পিকনিক স্পটে উচ্চস্বরে মাইক এবং বক্স বাজিয়ে চলছে উদ্যাম নাচ। প্রশাসনের নাকের ডগায়। গত ২ তারিখ থেকে শুরু করে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মাধ্যমিক পরীক্ষা, যদিও প্রশাসন থেকে এই সময় মাইক ও বক্স বাজানো নিষিদ্ধ করা হয়েছে। তবুও দেখা যাচ্ছে আইন কে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে উচ্চস্বরে সাউন্ড বক্স এবং মাইক বাজানো এলাকা গুলোর পাশে রয়েছে বিভিন্ন বনবস্তি,গ্রাম্যবস্তি। সেখানেও রয়েছে প্রচুর মাধ্যমিক পরীক্ষার্থী যদি এইভাবে মাইক বা বক্স বাজানো হয় তবে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটবে বলে জানান এলাকাবাসীরা। তারা জানান এ ব্যাপারে প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত পিকনিক পার্টির বিরুদ্ধে।অথচ এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহন না হওয়ায় ক্ষোভ বাড়ছে ডুয়ার্সবাসীর।
Related Articles
দেশহিতৈষী সম্পাদকমন্ডলীর পক্ষে পাঠকদের প্রতি বার্তা
চিন্তন নিউজ:৩০শে এপ্রিল:-সিপিআই(এম) রাজ্য কমিটির সাপ্তাহিক মুখপত্র দেশহিতৈষীর সর্বশেষ সংখ্যা প্রকাশিত হয়েছে ২০শে মার্চ। এরপরেই কোভিড-১৯ সংক্রমণের কারণে পশ্চিমবঙ্গ রাজ্য সহ দেশজুড়ে লকডাউন ঘোষিত হয়। গণপরিবহন ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় সচেতন নাগরিক হিসেবে স্বাস্থ্যবিধি মেনে চলেও কাজের জন্য দেশহিতৈষী দপ্তরে উপস্থিত হওয়া কমরেডদের পক্ষে এখনো পর্যন্ত অসম্ভব হয়ে রয়েছে। শুধু সম্পাদনা নয় , মুদ্রিত […]
গান্ধীজি- র দ্বিতীয় বাড়ি .. বাংলার সোদপুরের খাদি আশ্রম আজ অবহেলিত।
স্বাতী শীল:চিন্তন নিউজ:৪ঠা অক্ট্টোবর;– সবরমতীর মতই সোদপুরে রয়েছে গান্ধীজির স্মৃতিবিজড়িত খাদি আশ্রম।একসময় গান্ধীজি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণের পদচারণায় আলোড়িত হয়েছে যেই স্থান,আজ সেখানে অবহেলার ছাপ স্পষ্ট,দালানে তার আজ কুকুরের বসবাস,দেওয়ালে উই এর প্রলেপ। এই আশ্রমের শুরু কিন্তু ব্রিটিশ আমলে।আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের সহযোগী এবং মহাত্মা গান্ধীর বিশিষ্ট স্নেহভাজন সতীশচন্দ্র দাশগুপ্ত বেঙ্গল কেমিক্যালস এর চাকরি ছেড়ে […]
রেডভলান্টিয়াসগণ নিজেদের জীবনের ঝুঁকি নিয়েও মানুষের খাদ্য সংস্থানে সদা নিয়োজিত
অচিন্ত্য শাসমল: চিন্তন নিউজ:১৬ই মে:- সকলের নিশ্চয়ই স্মরনে আছে যে….গত ৪ঠা মে (04/05/2020) তারিখ রাত্রিতে হলদিয়া টাউনশীপে সর্বপ্রথম করোনা পজিটিভ পাওয়া যায় শংকর সেন বাবুর শরীরে। কিন্তু এ কথাও সকলে শুনেছেন যে,তাঁর পরিবারসহ তাঁদের বাড়ির পরিচারিকার শরীরে কোনোরুপ করোনা পজিটিভ পাওয়া যায় নি। তবুও করোনা মহামারির স্বাস্থ্যবিধি মেনে সবাইকে নিজ নিজ গৃহে একপ্রকার গৃহবন্দী অবস্থায় […]