দীপশুভ্র সান্যাল:চিন্তন নিউজ:– জলপাইগুড়ি,৫ ফেব্রুয়ারী :-শীতের বাড়বাড়ন্ত কমায় বর্তমানে ডুয়ার্সে চলছে পিকনিকের মরশুম পিকনিককে কেন্দ্র করে ডুয়ার্সের বিভিন্ন পিকনিক স্পটে উচ্চস্বরে মাইক এবং বক্স বাজিয়ে চলছে উদ্যাম নাচ। প্রশাসনের নাকের ডগায়। গত ২ তারিখ থেকে শুরু করে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মাধ্যমিক পরীক্ষা, যদিও প্রশাসন থেকে এই সময় মাইক ও বক্স বাজানো নিষিদ্ধ করা হয়েছে। তবুও দেখা যাচ্ছে আইন কে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে উচ্চস্বরে সাউন্ড বক্স এবং মাইক বাজানো এলাকা গুলোর পাশে রয়েছে বিভিন্ন বনবস্তি,গ্রাম্যবস্তি। সেখানেও রয়েছে প্রচুর মাধ্যমিক পরীক্ষার্থী যদি এইভাবে মাইক বা বক্স বাজানো হয় তবে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটবে বলে জানান এলাকাবাসীরা। তারা জানান এ ব্যাপারে প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত পিকনিক পার্টির বিরুদ্ধে।অথচ এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহন না হওয়ায় ক্ষোভ বাড়ছে ডুয়ার্সবাসীর।
Related Articles
রাতের অন্ধকারে পাচার হয়ে যাচ্ছে গাড়ি গাড়ি মদ!
মাধবী ঘোষ:চিন্তন নিউজ:৩০শে এপ্রিল:- লকডাউন এর জেরে বন্ধ সমস্ত মদের দোকান ও পানশালা।সরকারের তরফে ঘোষনা করা হয়েছিল লকডাউনে মদের দোকান খোলা বা মদ বিক্রির অনুমতি দেওয়া যাবে না। যদিও আগের ঘোষনা মদ বিক্রির সপক্ষে ছিল, পরে এই সিদ্ধান্ত জনগণের বিদ্রোহের চাপেই নিতে হয়েছে বলে অনেকের মত। গত সোমবার রাতে যা ঘটলো, তা দেখলে চক্ষু চড়কগাছ […]
পশ্চিমবঙ্গ সরকার ‘হটস্পট’ চিহ্নিত পাঁচটি রাজ্য থেকে ট্রেন ও বিমান পরিষেবা বন্ধের চিঠি দিল কেন্দ্রকে—-
কাকলি চ্যাটার্জি: চিন্তন নিউজ:৩০শে জুন:- পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করোনভাইরাস সম্প্রসারণে ‘হটস্পট’ হিসাবে চিহ্নিত এমন পাঁচটি রাজ্য থেকে ট্রেন চালানো বন্ধের আর্জি জানিয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছে। শুধু তাই নয় ঐ পাঁচটি রাজ্য থেকে অভ্যন্তরীণ উড়ান পরিষেবা বন্ধেরও অনুরোধ করেছেন। তিনি বলেন ঐ পাঁচটি রাজ্য ব্যাতীত অন্যান্য রাজ্য থেকে সপ্তাহে একদিন বিমান চালানোর অনুমতি দেওয়া […]
এসএফআই এর আনাস আক্তার’ রা এই বিপদে মানুষের প্রকৃত বন্ধু
রাহুল চ্যাটার্জি:চিন্তন নিউজ:৩০শে মার্চ:–এসএফআই এর আনাস আক্তার, ভারতের ছাত্র ফেডারেশন, সিউড়ি লোকাল কমিটির সভাপতি। আনাস, ব্যাগে চাল, আলু, পেঁয়াজ ইত্যাদি প্রয়োজনীয় সামগ্রী নিয়ে গরিব মানুষের বাড়ি বাড়ি চষে বেড়াচ্ছেন, কারণ মনে দৃঢ় প্রতিজ্ঞা ভাইরাসকে পরাজিত করে মানবতার ধ্বজা উড়িয়ে দেওয়ার। তাও আবার নিজের গাড়ির তেল পুড়িয়ে। আজ পাঁচটি পরিবারে চাল, আলু, পেঁয়াজ সহ আরো দুজনের […]