রাজ্য

ডুয়ার্স বিভিন্ন পিকনিক স্পটে মাইক বাজিয়ে চলছে উদ্দাম নাচ অতিষ্ঠ মাধ্যমিক পরীক্ষার্থীরা।।


দীপশুভ্র সান্যাল:চিন্তন নিউজ:– জলপাইগুড়ি,৫ ফেব্রুয়ারী :-শীতের বাড়বাড়ন্ত কমায় বর্তমানে ডুয়ার্সে চলছে পিকনিকের মরশুম পিকনিককে কেন্দ্র করে ডুয়ার্সের বিভিন্ন পিকনিক স্পটে উচ্চস্বরে মাইক এবং বক্স বাজিয়ে চলছে উদ্যাম নাচ। প্রশাসনের নাকের ডগায়। গত ২ তারিখ থেকে শুরু করে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মাধ্যমিক পরীক্ষা, যদিও প্রশাসন থেকে এই সময় মাইক ও বক্স বাজানো নিষিদ্ধ করা হয়েছে। তবুও দেখা যাচ্ছে আইন কে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে উচ্চস্বরে সাউন্ড বক্স এবং মাইক বাজানো এলাকা গুলোর পাশে রয়েছে বিভিন্ন বনবস্তি,গ্রাম্যবস্তি। সেখানেও রয়েছে প্রচুর মাধ্যমিক পরীক্ষার্থী যদি এইভাবে মাইক বা বক্স বাজানো হয় তবে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটবে বলে জানান এলাকাবাসীরা। তারা জানান এ ব্যাপারে প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত পিকনিক পার্টির বিরুদ্ধে।অথচ এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহন না হওয়ায় ক্ষোভ বাড়ছে ডুয়ার্সবাসীর।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।