রাজ্য

সচেতনতা প্রসারে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ


অনিন্দ্য চৌধুরী-: চিন্তন নিউজ:-২০শে জুলাই:-
কলকাতা জেলা বিজ্ঞান মঞ্চের কর্মসূচি (১)পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, ভবানিপুর বিজ্ঞান কেন্দ্র এর উদ্যোগে সাখায়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস স্কুলের প্রধান শিক্ষিকার হাতে কিছু চারা গাছ তুলে দিলেন, স্কুলের মাঠে চারাগাছ রোপণ ও দ্ত্ত্ক প্রদান করলেন- উপ বনপাল, রবীন্দ্রনাথ সাহা (আই,এফ,এস), তাপস দেব, ফরেস্ট রেঞ্জার্স অফিসার ও সেখ সোলেমান, জেলা সম্পাদক। এবছরই সাখাওয়াত স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে- স্রোতশ্রী(499নম্বর)। অভিনন্দন।

(২)কলকাতা পুরসভার ৮১নং ওয়ার্ডে মাক্স বিতরণের আজ তৃতীয় দিনে কাঠপুল, বি.পি.পোদ্দার হসপিটালের সামনে , নিউআলিপুর পেট্রোল পাম্প থেকে তারাতলা , রিক্সাচালক ও হকারদের মাক্স ও সচেতনতা প্রসারে করোনা সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয় ।৩ দিন উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, কলকাতা জেলার কাউন্সিল সদস্য দীপেন কান্তি আচার্য্য ও এলাকার বিজ্ঞান অনুরাগীরা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।