দেশ

অবশেষে খোঁজ মিললো এ,এন-32 বিমানের।


চিন্তন নিউজ:১১জুন,২০১৯:মাধবী ঘোষ:— এক সপ্তাহ পর অরুণাচলের জঙ্গলে ধ্বংসাবশেষ মিলল নিখোঁজ এ এন -32 বিমানের

অবশেষে খোঁজ মিলল বায়ুসেনার নিখোঁজ বিমান এ এন-32 এর । সূত্রের খবর, অরুণাচল প্রদেশের লিপো এলাকায় নিখোঁজ আন্তনভ বিমানের ধ্বংসাবশেষের খোঁজ পেয়েছে উদ্ধারকারী দল। আকাশ পথে বিমানটির খোঁজ চালানোর সময়, বিমানটির ধ্বংসাবশেষ নজরে আসে বায়ু সেনার mi-17 হেলিকপ্টারের।

গত 3 জুন দুপুর একটা নাগাদ অসমের জোরহাট থেকে অরুণাচল প্রদেশের মেচুকাভেলির অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ড এর দিকে যাওয়ার সময় হঠাৎই নিখোঁজ হয়ে যায় ভারতীয় বায়ুসেনার an-32 পণ্যবাহী বিমানটি। তখন বিমানটিতে সওয়ার ছিলেন 8 জন কর্মী ও 5 জন যাত্রী সহ মোট 13 জন। জানা গিয়েছে, কুরআনের কিছুক্ষণের মধ্যেই কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আন্তনভ বিমানটির। বিমানে যে13জন যাত্রী ছিলেন , তাদের খোজেও শুরু হয়েছে তল্লাশি ।আদৌ তারা বেঁঁচে আছেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধন্দ্ব ।এবং তারপর থেকে এখনো পর্যন্ত বিমানটির কোনো খোঁজ পাওয়া যায়নি। বিমানটির খোঁজে কোমর বেঁধে নামে সেনা। বায়ুসেনার যুদ্ধবিমান সুখোই 30 ও সি 139 হারকিউলিস কে মোতায়েন করা হয়। এরপর তাদের সঙ্গে যোগ দেয় ভারতীয় সেনা। কিন্তু তারপরেও খোঁজ না পাওয়ায় নৌ সেনা কে খোঁজার কাজে নামানো হয়। কাজ শুরু করে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।