দেশ

আবাহাওয়া পরিবর্তনের ফলে ভয়াবহ সংকটে আসাম………


..

সীমা বিশ্বাস, আসাম,৫ফেব্রুয়ারি,চিন্তন নিউজ:- জলবায়ু পরিবর্তনের ফলে দেশের ৮টা সর্বাধিক ক্ষতিগ্রস্ত রাজ্যের পঞ্চম স্থানে আসাম। দেশের ৫১টা ক্ষতিগ্ৰস্ত জেলার ভিতরে আসামের ২০ জেলা জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত। প্রকৃতি ধ্বংসের ফলে কোনো জায়গায় যদি বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেয়েছে অন্যকোনো স্থানে বৃষ্টি অস্বাভাবিক ভাবে হ্রাস পেয়েছে।ঠান্ডার জায়গায় উষ্ণতা বৃদ্ধি হওয়ার বিপরীতে গ্ৰীষ্মপ্রধান এলাকায় হ্রাস পেয়েছে উষ্ণতা।

বিশেষত বিগত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে বজ্র-বিদ্যুত সহ অবিরাম বর্ষণে শীতের প্রকোপ বৃদ্ধি পায়। মাঘ মাসের শেষে শীতের প্রাবল্য থাকা স্বাভাবিক যদিও বহুদিন ধরে রাজ্যের জণগণ এই প্রবল শীতের প্রকোপে পড়ে নি।”ক্লাইমেট ভালনারেবিলিটি এসেসমেন্ট ফর এডেপ্টেসন প্লেনিং ইন ইন্ডিয়া-,-ইউজিং এ কমন ফ্রেমওয়ার্ক” শীর্ষক এক রাষ্ট্রীয় পর্যায়ের সমীক্ষায় প্রকাশ পায় যে জলবায়ু পরিবর্তনের ফলে উত্তর-পূর্বাঞ্চলে র তিনটি রাজ্য মিজোরাম,অরুনাচল এবং আসাম দেশের ২৯টা রাজ্যের ভিতরে সবথেকে ক্ষতিগ্রস্ত রূপে চিহ্নিত হয়েছে। দেশের ক্ষতিগ্রস্ত ৫১টি জেলার ভিতরে ২০টি জিলাই আসামের। বেশি ক্ষতিগ্রস্ত জিলা হিসাবে চিহ্নিত হয়েছে আসামের করিমগঞ্জ জেলা। আসামের বর্ষা নির্ভর কৃষি,জণসংখ্যা অনুপাতে বনভূমির পরিমাণ কম থাকা, কৃষি বীমার ক্ষেত্রে অতি দুর্বল পরিকাঠামো রাজ্যে জলবায়ু পরিবর্তনে সৃষ্টি করেছে জটিল পরিস্থিতি। আবাহাওয়া পরিবর্তনের পরিণতিতে আশ্চর্য জনক ভাবে প্রবল বৃষ্টি পাতে শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। ফেব্রুয়ারির ৩তারিখে গুয়াহাটিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৮ ডিগ্ৰী। ৫ফেব্রুয়ারি গুয়াহাটি সহ বিভিন্ন জেলায় প্রবল শীলা বৃষ্টিতে শীতের প্রকোপ আরো বৃদ্ধি পায়। অন্যদিকে প্রবল শীলা বৃষ্টিতে সমগ্র মহানগর শুভ্র আচ্ছাদনে ঢেকে যায়। এই পরিস্থিতিতে একাংশ মানুষ চিন্তিত যদিও অনেকেই অবশ্য রোমাঞ্চিত বোধ করেন।



মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।