কল্পনা গুপ্ত:চিন্তন নিউজ:৭ই অক্টোবর: – প্যাভলভ ফিয়াস একজন গ্রীক মিউজিসিয়ান (১০এপ্রিল ১৯৭৯ – ১৮ ই সেপ্টেম্বর ২০১৩) যিনি গ্রীস, এথেন্স সর্বত্রই পরিচিত ছিলেন কিলা পি নামে অর্থাৎ অতীতকে যে হত্যা করে। তাঁর গান ছিলো ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে। এই গায়ককে ১৮ ই সেপ্টেম্বর ২০১৩ সালে হত্যা করে নিও নাৎসি সংগঠন গোল্ডেন ডন। তার মৃত্যুর বিচারের দাবীতে গ্রীসের এথেন্সে বিরাট প্রতিবাদী মিছিল হয়। এতদিনেও এই হত্যার বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করা না যাওয়ার প্রতিবাদে বামপন্থী সংগঠন এন্টিফা বিক্ষোভ সমাবেশ করে।
এন্টিফা হলো এন্টি ফ্যাসিস্ট মতাবলম্বী বামপন্থী সংগঠন। এই সংগঠন সকলপ্রকার বৈষম্য যেমন ধর্ম, জাতপাত, বর্ণ, অর্থ, নিও নাৎসি কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার, প্রতিবাদী। অতি দক্ষিণপন্থীদের বিরুদ্ধে তাদের পৃথিবী ব্যাপী সংগ্রাম খুবই শক্তিশালী।