জেলা

দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সংক্ষিপ্ত সংবাদ


চিন্তন নিউজ:৭ই অক্টোবর:- মহেশতলা থেকে চন্দনা বাগচী জানাচ্ছেন গতকাল অর্থাৎ ৬ সেপ্টেম্বর বাম- কংগ্রেস এর যৌথ প্রতিবাদ মিছিল সংগঠিত হয় বাটা মহেশতলায়। দেশে বিভিন্ন রাজ্যে বিশেষত উত্তর উত্তর প্রদেশে যে জাতি বিদ্বেষী নারকীয় দলিত মহিলা অত্যাচার ও নৃশংসভাবে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটছে তার প্রতিবাদে এই মিছিল করা হয়। যখন দেশে নারী নির্যাতন নিয়ে প্রতিবাদ আন্দোলন ধ্বনিত হচ্ছে ঠিক সেই সময় পশ্চিমবঙ্গে বিভিন্ন এলাকা থেকে নারী নির্যাতন ও খুনের ঘটনা উঠে আসছে। আর প্রশাসন নীরব দর্শক নয় তো ঘটনা কে চাপা দিতে ব্যাস্ত উপর মহলের নির্দেশে। মিছিলে রাজ্যের নারী অত্যাচারেরও ধিক্কার জানান হয়।
মিছিল বজ বজ মহেশতলা মূল সড়ক বারবার পরিক্রমা করে। স্থানীয় কংগ্রেস ও বাম কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। নেতৃত্ব দেন সিপিআই(এম) জেলা সম্পাদকমন্ডলীর সদস্য রতন বাগচী। সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন মহিলা নেতৃত্বেরা। উল্লেখ যোগ্য সংখ্যায় মহিলা ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।