দেশ বিদেশ

অতিকায় কৃষ্ণগহ্বরের গ্রাসে বৃহৎ নক্ষত্র


চৈতালী নন্দী, চিন্তন নিউজ, ১৬ অক্টোবর: মহাকাশে ব্ল‍্যাকহোল বা কৃষ্ণগহ্বর নিয়ে মানুষের জিজ্ঞাসা ও কৌতুহলের শেষ নেই। সম্প্রতি ইউরোপীয়ান সার্দান অবজারভেটরি(ইএসও) থেকে দেখা গেছে একটি অবিস্মরণীয় মহাজাগতিক দৃশ‍্য। অতিকায় এক কৃষ্ণগহ্বরের মধ‍্যে খন্ডবিখন্ড হয়ে বিলীন হয়ে যাচ্ছে একটি নক্ষত্র যার আকার সূর্যের সমান। জ‍্যোতির্বিজ্ঞানী পরিভাষায় এই ঘটনাকে টাইডাল ডিসরাপশন ইভেন্ট বলে অভিহিত করা হয়। ঘটনাটি ঘটেছে পৃথিবী থেকে ২১৫ কোটি আলোকবর্ষ দূরে।

এই প্রথম এই ধরনের বিরল ঘটনার সাক্ষী থাকলেন মহাকাশ বিজ্ঞানীরা। তাঁদের মতে যখন কোনো তারা বা নক্ষত্র ঘুরতে ঘুরতে দৈত্যাকার কৃষ্ণগহ্বরের কাছাকাছি চলে আসে তখন সেটি বিপুল মাধ‍্যাকর্ষন শক্তির কবলে পড়ে। তার ফলে সেটি নিমেষে ভেঙে ধুলিকনার মতো হয়ে গিয়ে ঐ অতল কৃষ্ণগহ্বরে তলিয়ে যায়। সেসময় প্রবল আলোর বিচ্ছুরনের সঙ্গে চারিদিকে তৈরি হয় একটা তড়িৎ চুম্বকীয় ক্ষেত্র। যা কয়েকমাস বহাল থাকে।

বামিংহাম ইউনিভার্সিটির এ্যাস্ট্রোনমিক‍্যাল সোসাইটি রিসার্চ ফেলো ম‍্যাট নিকোল বলেছেন, কোনো নক্ষত্রকে ব্ল‍্যাকহোলের গিলে ফেলার ঘটনা কল্পবিজ্ঞানের মতো শোনালেও টাইডাল ডিসরাপশন ইভেন্টের ক্ষেত্রে এমনটাই ঘটে থাকে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।