জেলা

সরকারী কর্তৃপক্ষের আর‌ও এক অমানবিক আচরণ ও অসহযোগীতা


মিতা দত্ত: চিন্তন নিউজ:১০ই জুন:–  বহরমপুর শহরে স্বামী-স্ত্রী  বৃদ্ধ – বৃদ্ধা  দুজনেই কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ বৃদ্ধা মহিলা  শ্রাবণী সরকার মারা যান। সরকারী নিয়ম অনুযায়ী রাত সাড়ে দশটা নাগাদ মৃতদেহ আত্মীয়-স্বজনদের হাতে তুলে দেওয়ার কথা। মৃতার আত্মীয়-স্বজন প্রায় ৪৫ মিনিট একবার হাসপাতাল কর্তৃপক্ষের নিকট, একবার ওয়ার্ডবয়দের কাছে ছুটে বেড়ান। কিন্ত মৃতদেহ নামানোর ব্যাপারে কেউই দায়িত্ব নিতে চায়না। কতটা অমানবিক হলে এরকম মর্মান্তিক ঘটনার শিকার হতে হয়। অবশেষে কোন উপায়ন্তর না মৃতার আত্মীয় যিনি শিক্ষক, তিনি  যোগাযোগ করেন রেড ভলানটিয়ার্সদের সঙ্গে।

যে কাজ সরকারী কতৃপক্ষ করতে নারাজ, খবর পাওয়ামাত্র বিন্দুমাত্র কালক্ষেপ না করে সাড়ে এগারটা নাগাদ দেহ সৎকারের উদ্দেশ্যে বেড়িয়ে পড়ে পিপিই কিট পরে রেডভলেনটিয়ার্স সুজিত আর বিট্টু। সঙ্গে ছিল সুশোভন, তমোঘ্ন, অয়ন, দেবু আর সন্দীপন। রাত্রি সাড়ে বারোটার সময়  সফলভাবে দেহ শ্মশানে পৌঁছে দেওয়া হয়।  সৎকারের দায় ডোমরা নেওয়াতে রেডভলেনটিয়ার্স টিম ফিরে আসে- সরকারী কর্তৃপক্ষের এই অমানবিক আচরণ ও অসহযোগীতার বিরুদ্ধে  ক্ষোভ ও প্রতিবাদসহ ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।