দেশ

বিপন্ন গনতন্ত্র : অমর্ত্য সেন।।


চৈতালী নন্দী:চিন্তন নিউজ:৮ইঅক্টোবর:–গনতন্ত্রের চারটি স্তম্ভের মধ‍্যে রয়েছে আইন ব‍্যবস্থা, বিচার ব‍্যবস্থা, শাসন ব‍্যবস্থা এবং প্রচার মাধ‍্যম।তার মধ‍্যে অন‍্যতম বিচার ব‍্যবস্থার পরিস্থিতি উদ্বেগজনক।দেশের গুরুত্বপূর্ণ ঘটনার ক্ষেত্রেও বিচার ব‍্যবস্থার শ্লথতা মানুষেকে বিচার ব‍্যবস্থার উপর আস্থাহীন করে তুলেছে।এছাড়াও মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিচার ব‍্যাবস্থা ,সরকরি চাপের কাছে মাথা নোয়াচ্ছে।বিচার ব‍্যাবস্থা র উপর এই আস্থাহীনতা দেশের গনতন্ত্রের পক্ষে এক বিপজ্জনক ইঙ্গিত।
নোবেল পুরষ্কার প্রাপ্ত অর্থনীতিবিদ অমর্ত্য সেন ভারতের গনতান্ত্রিক কাঠামো বজায় রাখার ক্ষেত্রে সুপ্রীম কোর্টের দীর্ঘসূত্রতায় অসন্তোষ প্রকাশ করেছেন।তিনি বলেন, দেশের গনতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী এবং অর্থবহ করতে সুপ্রিম কোর্টের আরও সক্রিয় হওয়া উচিত।

গনতান্ত্রিক ব‍্যবস্থার পূর্বশর্তই হচ্ছে যথেষ্ট আলোচনা এবং চিন্তার বিনিময়ের পরিসর সুনিশ্চিত হওয়া।কিন্তু আলোচনার পরিসরই যদি সন্ত্রাসদীর্ণ হয়, তাহলে গনতন্ত্র অর্থহীন হয়ে পড়ে।নিউইয়র্ক ম‍্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মত ব‍্যাক্ত করেছেন।তিনি বলেন, ” ”  মানুষ এখন এতটাই ভীত এবং সন্ত্রস্ত যে সরকারি কার্যকলাপ নিয়ে কোনো মন্তব্য করার সময় বলেন,সামনাসামনি  বলবেন।কারন এটা নিশ্চিত যে সবার ফোন ওরা (সরকার) ট‍্যাপ করছে।”

এরাই মধ‍্যে কেন্দ্রীয় সরকারের উদ‍্যোগে পাশ করিয়ে নেওয়া হয়েছে UAPA (আনলফুল এ্যাকটিভিটিস প্রিভেনশন এ্যাক্ট) যাকে মানুষের গনতান্ত্রিক অধিকার হরনের একটি পদক্ষেপ হিসেবে গন‍্য করা হয়।যাকে ব্রিটিশ ভারতের রাওলাট আইনের সঙ্গে তুলনা করা হয়।এই অসহনীয় অবস্থা থেকে মুক্তি পেতে বিচার ব‍্যবস্থার দীর্ঘসূত্রতা থেকে বেড়িয়ে আসতে হবে এবং বিচার ব‍্যবস্থার উপর অনাবশ‍্যক সরকারি খবরদারি বন্ধ করতে হবে।যা আদতে গনতান্ত্রিক পরিস্থিতিতে ফিরতেও মানুষের আস্থা অর্জনের সহায়ক হবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।