দেশ

কর্মী ছাঁটাই এর নয়া কৌশল এয়ার ইন্ডিয়ার …


মীরা দাস: চিন্তন নিউজ:২২শে জুলাই:- ভারতের রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া কর্মী ছাঁটাই ছাঁটাইয়ের নতুন কৌশল ধরেছে। এয়ার ইন্ডিয়া সরাসরি চাকরিচ্যুত না করে নির্বাচিত ” অযোগ্য কর্মীদের ” অনির্দিষ্ট কালের জন্য কর্মীদের বেতন হীন ছুটিতে পাঠাচ্ছে এবং এর মেয়াদ ৫ বছর ও হতে পারে, ইতি মধ্যেই এই সংক্রান্ত একটি সংক্রান্ত প্রস্তাব ( সি এম ডি ) এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে, বেশ কয়েকটি বিষয়ের ওপর ভিত্তি করে অযোগ্য কর্মীদের তালিকা তৈরী করবে এয়ার ইন্ডিয়া, এই তালিকার মধ্যে থাকবে কর্মীদের সুস্থতা, দক্ষতা, কাজের মান, কার্যকারিতা, এবং অতীতের কাজের খতিয়ান ইত্যাদি ।এই তালিকা তৈরী করবে করবেন প্রতিটি আঞ্চলিক দপ্তরের বিভাগীয় প্রধান রা।
এই তালিকা পাঠাতে হবে জি এম এর কাছে, সেখান থেকে ঐ তালিকা আবার পাঠাতে হবে সি এম ডি র কাছে চুড়ান্ত অনুমোদনের জন্য।
ইতিমধ্যে এয়ার ইন্ডিয়ার প্রতিটি অফিসে নোটিশ পাঠানো হয়েছে। উল্লেখ করা হয়েছে ,যে কোন কর্মী কেই পাঁচবছরের বেতনহীন ছুটিতে পাঠানো হতে পারে। এই বিষয়ে এয়ার ইন্ডিয়ার কর্মিদের অবগত করা হয়েছে ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।