বিজ্ঞান ও প্রযুক্তি রাজ্য

আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মদিবসে বেঙ্গল কেমিক্যাল রক্ষা করার অঙ্গীকার।


নিউজ ডেস্ক:চিন্তন নিউজ:৩রা আগস্ট:- বেঙ্গল কেমিকেল বিক্রি করতে দেবোনা, এই দাবিতে পাণিহাটিতে বিক্ষোভ মিছিল, সভা।
আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মদিনে পাণিহাটি বেঙ্গল কেমিকেল থেকে পাণিহাটি ট্রাফিক মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল সংগঠিত হয়, মিছিলের পর সভা হয় পাণিহাটি ট্রাফিক মোড়ে। ইস্যুটির গুরুত্ব অনুযায়ী সর্বস্তরের মানুষকে যুক্ত করার অভিপ্রায়ে সংগঠনগুলি নিজ নিজ পতাকা ছাড়াই কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
শুরুতে পাণিহাটি বেঙ্গল কেমিকেল ইউনিটের ভেতরে আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের মূর্তিতে মাল্যদান করা হয় – মাল্যদান করেন বেঙ্গল কেমিকেল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি নেপালদেব ভট্টাচার্য,পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সাধারণ সম্পাদক ড. প্রদীপ মহাপাত্র, আই এন টি ইউ সি র সাধারণ সম্পাদক দীব্যেন্দু মিত্র, সি আই টি সি র পক্ষে গার্গী চ্যাটার্জী, বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক সফল সেন, এ আই টি ইউ সির পক্ষে শৈবাল ঘোষ, সুখেন্দু গোস্বামী।
ট্রাফিক মোড়ে বক্তব্য রাখেন, সি আই টি ইউ র গার্গী চ্যাটার্জী, বিজ্ঞান মঞ্চের ড. প্রদীপ মহাপাত্র, ড. শ্যামল চক্রবর্তী, আই এন টি ইউ সির পক্ষে দিব্যেন্দু মিত্র, গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষে সায়ন চক্রবর্তী, ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষে প্রবীর দাস।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।