মানসী চক্রবর্তী: চিন্তন নিউজ:১৪ই জুন:–পশ্চিমবঙ্গের তথা দেশের সর্ববৃহৎ শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি দায়বদ্ধতার সঙ্গে কাজ করে চলেছে ছাত্র এবং শিক্ষক স্বার্থে। শুধু পুঁথিগত শিক্ষায় নয়,তার সাথে মানবতার শিক্ষা দিয়ে চলেছে এই সংগঠন।
আমফান বিধ্বস্ত সুন্দরবনবাসীর দুর্বিসহ যন্ত্রণা, সন্তানসম শিশুদের করুণ আর্তি নাড়া দিয়ে যায় শিক্ষক সমাজকে। তারই ফলশ্রুতিতে সংগঠনের চন্ডীতলা জোনাল কমিটি পৌঁছে গেল সুন্দরবনের পাথরপ্রতিমায়। না, এটা প্রথম নয়। এর আগেও তাঁরা গেছিলেন নামখানা। এই নিয়ে দ্বিতীয়বার সাধ্যমত দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সামগ্ৰী নিয়ে হাজির হ’লেন পাথরপ্রতিমার সর্বহারা পরিবারগুলোর কাছে।