রাজ্য শিক্ষা ও স্বাস্থ্য

চার বছরের বকেয়া বেতন দিচ্ছে না পশ্চিমবঙ্গের সরকার–সেই প্রতিবাদে-১৪ ই ফেব্রুয়ারি ওয়েবকুটার অবস্থান


সূপর্ণা রায়:চিন্তন নিউজ:৯ই ফেব্রুয়ারি:–১৪ ই ফেব্রুয়ারি ওয়েবকুটার অবস্থান কারণ ৪ বছরের বকেয়া বেতন দিচ্ছে না তৃনমুল সরকার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, অধ্যাপক ও অধ্যাপিকাদের এবং অধ্যক্ষ ও অধ্যক্ষাদের চার বছরের বকেয়া বেতন দেবে না রাজ্যের তৃনমুল পরিচালিত সরকার।। এই বেতন না মেটানোর ফলে একেকজন অধ্যক্ষের পাওনা টাকার পরিমাণ ১৯ লক্ষ ৯১হাজার ৫৯০ টাকা।।একজন অধ্যাপকের ক্ষতির পরিমাণ ২৩ লক্ষ ১৫ হাজার টাকা।।

এইভাবে প্রত্যেক জনের ক্ষতির পরিমাণ আকাশছোঁয়া।।এনাদের বকেয়া বেতনের ৫০ শতাংশ কেন্দ্রীয় সরকার দিতে রাজি থাকলেও রাজ্যসরকার তাদের ৫০ শতাংশ টাকা দিতে রাজি নয়।। আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত ও বঞ্চনার শিকার হয়ে আগামী ১৪ ই ফেব্রুয়ারি মৌলালি মোড়ে অবস্থানে বসছেন ওয়েবকুটা।। শুধু যে কর্মরতরাই বঞ্চিত হচ্ছেন এমন নয় অবসরপ্রাপ্ত অধ্যাপক,অধ্যক্ষরা ও এই বঞ্চনার শিকার হয়ে পড়েছেন।। অধ্যাপকদের নতুন বেতনক্রম পাওয়ার কথা ২০১৬ সালের ১ লা জানুয়ারি থেকে কিন্তু তাঁরা পাচ্ছেন ২০১৯ সাল থেকে। ভারতের কোন রাজ্যে এমন বেনজির ঘটনা ঘটে নি।।

বামফ্রন্ট সরকারের আমলে অধ্যাপক অধ্যক্ষদের ইউজিসির সুপারিশ মেনে বেতন দেওয়া হত।। বকেয়া বেতন পরিশোধ করা হতো নিয়মমাফিক।। রাজ্যসরকার এনাদের বকেয়া বেতন মেরে দিচ্ছেন _শুধুমাত্র ইউজিসি সুপারিশ মেনে নতুন হারে বেতন দিচ্ছে।। নতুন যে বেতন কাঠামো তৈরি করা হয়েছে তা কার্যকর করা হয় ২০১৬ সালের ১ লা জানুয়ারি থেকে।। এই বেতন কাঠামোর ৫০ শতাংশ দেবে কেন্দ্রীয় সরকার আর বাকি টা দেবেন রাজ্যসরকার। সেকথা মানলো না রাজ্যের সরকার, বেমালুম গায়ের চার বছরের বকেয়া টাকা।।

ওয়েব কুটার সাধারণ সম্পাদক কেশব ভট্টাচার্য বলেন এই রাজ্যে এমন ঘটনা ঘটেনি আগে।। আগামী দিনে পাওনা টাকা আর পাওয়া যাবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছেন।। শুধু বকেয়া পরিশোধের দাবিই নয় ওয়েব কুটার এই আন্দোলনে আছেন অতিথি শিক্ষক,আংশিক সময়ের শিক্ষক এবং চুক্তি ভিত্তিক শিক্ষক গুলির দাবী গুলো।।সপ্তম বেতন কমিশন অনুযায়ী অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা রা পেনশন পান না ।।। ওয়েব কুটার দাবি সপ্তম বেতন কমিশন মেনে অবসরপ্রাপ্ত দের পেনশন রিভিউ করতে হবে।।এসব দাবি না মানলে অনির্দিষ্টকালের জন্য ধারাবাহিক আন্দোলন জারী রাখবে বলে জানায় ওয়েব কুটা।।।।।।।।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।